কবিতা             :         সবারই রক্ত লাল
কবি                :         শাহাদাত রাসএল
গ্রন্থ                 :         
প্রকাশকাল        :         
রচনাকাল          :         

তরুণ লেখক শাহাদাত রাসএল'র “সবারই রক্ত লাল” শিরোনামের এই কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে এ কবিতাটি রচনার সময়-কাল ও অবস্থান এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
সবারই রক্ত লাল ।। শাহাদাত রাসএল
সবারই রক্ত লাল ।। শাহাদাত রাসএল

সবারই রক্ত লাল || শাহাদাত রাসএল


চট্রগ্রাম পুড়ছিলো যখন
ঘরেতে দিয়েছো দুয়ার 
দিল্লী দিল্লী বলে হাহুতাস করে 
চেচিওনা তুমি শুয়ার। 
দিল্লী যখন রক্ত গঙ্গা 
ঘরেতে দিয়েছো দুয়ার 
কুমিল্লাতে মায়া কান্না 
দেখিওনা তুমি শুয়ার।
মোল্লা এবং চাড্ডি দুটোই জাত শয়তানের ভাই 
মানব সমাজে শয়তান তোমার আশু বিলুপ্তি চাই।
হিন্দু বুঝিনা, ধর্ম বুঝিনা, বুঝিনা মুসলমান
মানুষ বলতে মানুষ বুঝি, বেদনা সকলই সমান।
হিন্দুর দেহে আগুন জ্বালিয়ে খোদার দিচ্ছো দায়
মুসলমানের রক্ত ঝরালেই স্বর্গ পাওয়া যায়?
আমার ঈশ্বর হায়েনা নয়, রক্ত নয় তার প্রিয় 
আমার ঈশ্বর প্রেমের দেবতা, প্রেমটুকু শিখে নিও। 
আমায় তুমি নাস্তিক বলে দিতেই পারো গাল 
আগেও বলেছি আবারও বলবো 'সবারই রক্ত লাল'। 


লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন