কবিতা : একাকিত্ব
কবি : মিঠা মামুন
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি মিঠা মামুনের “একাকিত্ব” শিরোনামের এই কবিতাটি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তার এই অনবদ্য কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে তা জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
একাকিত্ব || মিঠা মামুন |
একাকিত্ব || মিঠা মামুন
শত নির্লিপ্ত বসন্ত পার হয়ে যায়
কত পূজো গেল অযত্নে অবহেলায়
অথচ
আজও একাকিত্বে দিন যায় রাত যায়
কত সকাল আলোকিত অন্ধকার
আবার রাতও হয়ে ওঠে ফুরফুরে সকাল
তবুও
এত কেন প্রেম প্রেম গন্ধ আমার
এত কিসের আকুতি হায়
মনের ঘরে খুব করে রাখবে কে আমায়!!
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন