কবিতা : কার কী তাতে?
কবি : কবীর হোসাইন
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি কবীর হোসাইনের “কার কী তাতে?” শিরোনামের এই কবিতাটি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তার এই অনবদ্য কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে তা জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
কার কী তাতে? ।। কবীর হোসাইন |
কার কী তাতে? || কবীর হোসাইন
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার কী তাতে?
আমরা যদি মেঘ তাড়াবার স্বপ্ন দেখি ভয়ংকর এই মেঘের রাতে
কার কী তাতে?
আমরা যদি স্বপ্ন বুনি
অনুর্বর এই মাটির ভাঁজে
আমরা যদি আকাশটাকে
নামিয়ে আনি পায়ের কাছে
আমরা যদি লক্ষ কোটির স্বপ্ন দেখি
ছেঁড়া কাথা শূন্য হাতে
কার কী তাতে?
আমরা যদি কান্না চেপে
রান্না বসাই চোখের চুলোয়
আমরা যদি ক্ষুধা পেটে,
ভীষণ বাঁচি ময়লা ধুলোয়
আমরা যদি সূর্য হবার স্বপ্ন দেখি
আগুনপাখি সাঁঝ প্রভাতে
কার কী তাতে?
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন