কবিতা          :        যোনি আর জরায়ু
কবি             :         সুলেখা শামুক
গ্রন্থ              :         জলের চোখে জল
প্রকাশকাল     :         
রচনাকাল      :         
 
তরুণ মহিলা কবি সুলেখা শামুকের “যোনি আর জরায়ু” শিরোনামের এই কবিতাটি তার 'জলের চোখে জল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি অনবদ্য এই কবিতাটি কবে নাগাদ লিখেছেন তা এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে। 
যোনি আর জরায়ু || সুলেখা শামুক
যোনি আর জরায়ু || সুলেখা শামুক

যোনি আর জরায়ু || সুলেখা শামুক


পুরুষ কবে দেখেছে
নারীর কী?
নারী মানে সেবাদাসী,
নারী মানে ঝি!
নারীর কবে মন ছিলো
ছিলো কবে আত্মা,
বাবা,স্বামী,ছেলে কখন
কে দিয়েছে পাত্তা?
খাবে-দাবে কাজ করবে
একই ঘরের বৃত্তে,
সেলাই,ফোঁড়াই,গল্প,গুজব
এইতো সুখ চিত্তে।
নারী মানেই একটা দেহ
কিছু নরম অঙ্গ,
মোমের মতো গলে পড়া
পুরুষ চাইলে সঙ্গ।
নারী মানে ফুল ফোটানো
দোল খাওয়া এক বায়ু,
নারী মানেই নিঃসন্দেহে
যোনি আর জরায়ু।


কবি সংক্ষেপ :
কবি সুলেখা শামুক সম্পর্কে এখন অবদি তেমন কিছু জানা যায়নি। জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হইবে। তবে তিনি নিজের সম্পর্কে একটি লেখায় বলেছেন, "এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়"।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

1 মন্তব্যসমূহ

  1. আমি এই তরুন কবিকে ব্যাক্তিগত ভাবে চিনি। অসাধারণ লেখেন তিনি। অনেক অনেক শুভ কামনা কবিকে

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন