কবিতা : যোনি-কাহিনি
কবি : আমীর খান
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি আমীর খানের “যোনি-কাহিনি” শিরোনামের এই কবিতাটি তিনি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন প্রকাশ করার জন্য। তবে তিনি অনবদ্য এই কবিতাটি কবে নাগাদ লিখেছেন তা এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
যোনি-কাহিনি || আমীর খান |
যোনি-কাহিনি || আমীর খান
এক যোনিতে জন্মকষ্ট এক যোনিতে সুখ
এক যোনিতে লন্ডভন্ড এক যোনিতে দুখ।
এক যোনিতে বেশ্যা নারী এক যোনিতে স্ত্রী
এক যোনিতে গর্ভধারী এক যোনিতে শ্রী।
এক যোনিতে লোলুপ-নজর অসুস্থ সব পুরুষ
এক যোনিতে যত্ন-আদর স্বামীর মত মানুষ।
এক যোনিতে আসিয়া বানু অত্যাচারীর দল
এক যোনিতেই নতজানু পুরুষ শক্তি বল।
এক যোনিতে বিশ্ববাসী ধর্মে আছে লেখা,
তবে কেন এ সর্বনাশী নারীর ভাগ্য-রেখা?
যোনি রক্ষা-জীবন রক্ষা, নারীকুলের অঙ্গ
যোনি লোভী শয়তানেরা কবির চোখে ব্যঙ্গ!
কবি সংক্ষেপ :
কবি আমীর খান সম্পর্কে এখন অবদি তেমন কিছু জানা যায়নি। জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হইবে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন