কবিতা : তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে
কবি : তাজুল ইসলাম
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২১ অক্টোবর, ২০১৪ইং
তরুণ কবি তাজুল ইসলামের “তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে” শিরোনামের এই কবিতাটি তিনি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন কবিতা প্রকাশ করতে। কবি এই অনবদ্য কবিতাটি ২০১৫ সালের ১লা মার্চ বিকেলে লিখেছেন।
![]() |
তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে || তাজুল ইসলাম |
তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে || তাজুল ইসলাম
শরীর কোন অনাবিষ্কৃত বিজ্ঞান নয় তবু,
কাপড়ের আড়ালে ফেললেই পুরুষ আর নারী
রহস্যময় প্রতিটি শরীর তখন স্বতন্ত্র আলাদা,
(পর্দার সেই হল কৃতিত্ব!)
আর আমি সব জেনেও ভীষণ ব্যস্ত
স্বতন্ত্র প্রতিটি শরীর খুড়ে রহস্য খুঁজে ফেরায়
প্রতিটি শরীর খুড়ে লজ্জা খুঁজে ফেরায়!
যখন প্রাকৃতিক শরীরে মানুষ
মাঠে নদীতে চড়ে বেড়িয়েছে
তখনও লজ্জা মানুষ সে ভাবে আয়ত্ত করতে পারেনি,
তখনও তোমার খোলা স্তন যৌনাঙ্গ হয়ে ওঠে নি!
কালের বিবর্তনে শরীর আর কতটা বদলেছে
কতটা বদলেছে অঙ্গসমূহের বিজ্ঞান
তবু তোমার চাঁদের মত শরীর কালো মেঘে ঢাকা পড়ে গেছে
কালো কাপড়ে ঢাকা পড়ে গেছে অসভ্য(!) মানুষের ইতিহাস,
নগ্ন, নির্লজ্জ, নিষ্কাম ইতিহাস!
বিবর্তনে তুমি অতি কামুক হয়ে উঠেছ
আমি বড্ড বেশি যৌন কাতর
তোমার শরীরের ঈশান কোনের একটু দর্শনেও
আমি আদিম উত্থান অনুভব করি,
তোমার অঙ্গ নামে যৌন কাতরতা অনুভব করি!
জ্ঞানের কল্যাণে আমি তোমার শরীরের বিস্তার জেনেছি
জেনেছি তার নানাবিধ ব্যবহার
জেনেছি কতপ্রকার ভোগে লাগতে পারে নগ্ন তোমার স্তন
শিশুর খাদ্যের আধার সেটা শুধু নয়,
তার প্রকাশে তোমাকে ভীষণ আবেদনময়ী করে তোলা যায়।
শত বছরের গবেষণায় ছত্রিশ কলার আবিষ্কৃত জ্ঞান
বহু নারীর শরীরে তারই চর্চা এখন শিল্প,
তোমার শরীরের প্রকাশ তাই ভীষণ অশ্লীল।
প্রেমের কবিতা লিখে কবির আঙুল পচে গেছে প্রাকৃতিক শরীরের গল্প কত আর কাপড়ে ঢেকে রাখা যায়,
কিন্তু যার মন পচে গেছে সভ্যতার শিক্ষায়
অশ্লীলতা বাসা বেঁধেছে যার মনে
সে কি করে নারীর চোখে তাকায়?
কাপড় সভ্যতার এক অনন্য উপহার!
আমার সকল কামুকতা, কাতরতা ঢেকে রাখে!
আমি তোমার নগ্ন শরীরে আর তাকাতে পারি না
তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে!
লেখক সংক্ষেপ:
কবি তাজুল ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তিনি বর্তমানে জাপানে প্রবাস জীবন কাটাচ্ছেন। কবি সেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরীরত রয়েছেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন