কবিতা          :         অন্ধকার জঙ্গলে...
কবি             :         হিজল জোবায়ের
গ্রন্থ              :         
প্রকাশকাল      :         
রচনাকাল       :         
 
তরুণ কবি হিজল জোবায়েরের “অন্ধকার জঙ্গলে...” শিরোনামের এই কবিতাটি তিনি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন প্রকাশ করার জন্য। তবে তিনি অনবদ্য এই কবিতাটি কবে নাগাদ লিখেছেন তা এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে। 
অন্ধকার জঙ্গলে... || হিজল জোবায়ের
অন্ধকার জঙ্গলে... || হিজল জোবায়ের

অন্ধকার জঙ্গলে... || হিজল জোবায়ের


ঐ অন্ধকার জঙ্গলে সোনা খুঁজতে গিয়ে আমি তোমাকে পেয়েছি চাঁদ; 
আমার ভরা-কলস প্রবল তৃষ্ণায় মুখ গুঁজে ছিলে— 
শব্দহীন ঝরছিল পাতা বায়ুতন্তুর ভেতরে— 
আমি ফিরতে পারি নি
মুখে বাসিগন্ধ, চোখে ঘুম, বুকে তৃষ্ণা নিয়ে থেকে গেছি; 
আমি আর লোকালয়ে ফিরি নি তোমার সোনার লোভে— 
জঙ্গলে হারানো রাখাল হয়ে এ গাছ ও গাছ 
ঘুরে ঘুরে তোমাকেই কেন্দ্র করেছি

আমার ছোট্ট ঘর, ক্ষীর ও সন্দেশ; 
আমার বাচ্চা বউ, নতমুখ, নদীর অলঙ্কারে 
সজ্জিত ঢেউ ভেঙ্গে ভেঙ্গে হয়তো ঘুমিয়ে পড়েছে, 
আমাকে খুঁজছে তার স্বপ্নের ভেতর— 
অন্ধকারে জুলজুল চেয়ে আছে 
তার খোলা স্তন, ডাকছে আমাকে 
ক্ষীর ও সন্দেশ— তার দেহের ভেতর 
আরও এক দেহ, জাইগোট পাকিয়ে ওঠে, 
ফুলের পাঁপড়ির মতন লজ্জাস্থান 
ফেটে বেরিয়ে আসতে চায়..........


কবি সংক্ষেপ :
কবি আমীর খান সম্পর্কে এখন অবদি তেমন কিছু জানা যায়নি। জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হইবে। 

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন