একটা প্রেমময় লেখা.... || এলিনা শাম্মী 

🌻একটা প্রেমময় লেখা.... 


ফুরিয়ে যাবার আগে, যদি ইচ্ছে জাগে ;

মুঠোভরে প্রেম ঢালো যারে ভালোলাগে ;

অবহেলে দূরে ঠেলে, মনে যদি ভাবো অগোচরে, 

সময় ঢের আছে, ডেকে নেবো কাছে,,, আরও পরে! 

গতকাল আসেনাতো ফিরে এ শহরে কস্মিনকালে! 

গতকালের মত মানুষও ফুরিয়ে গেলে ;

আর কভু আফসোস মেটেনাতো নোনাজলে ;

আক্ষেপ  ছিলো তার আবেগী মনের উঠান জুড়ে, 

অস্ফুটে একবার যদি বলে সে  "তুমি ভালোবাসো কারে? "

দূরত্বের পাচিল পেরিয়ে উত্তর পারেনি দিতে "তোমারে " ;

তুমিও ঢের অভাগা, হারিয়ে হাতড়ে খোঁজো যাহারে, 

জীবদ্দশায় তার বোঝোনি রক্ত ক্ষরণ হয়েছে কি হারে! 

তাই ফুরিয়ে যাবার আগে খুলে দাও ওই হৃদয় কপাট ;

যা ছিলো জমানো প্রেম, দিয়ে দাও সব, খোলো মনের মলাট। 

জেনে যাক সে,চৈত্রের বরষার মত প্রেম ছিলো তার তরে,,, 

সব খেলা সাংগ হলে হাজার পদ্য-কবিতা শোনাবে কাহারে ! 


শাম্মি,, ২, সেপ্টেম্বর  ২০২৩ ইং

Post a Comment

নবীনতর পূর্বতন