দুরাকাঙ্ক্ষার আশ্চর্য ভ্রমণ || নাজমিন মর্তুজা 
দুরাকাঙ্ক্ষার আশ্চর্য ভ্রমণ || নাজমিন মর্তুজা
দুরাকাঙ্ক্ষার আশ্চর্য ভ্রমণ || নাজমিন মর্তুজা 


দি লাস্ট সাপার এর ফ্রেস্কোটির দিকে তাকিয়ে 
কি যেন ভাবী আজকাল । 
একটা নিঃশব্দ প্রতীক্ষা 
দেয়ালের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে । 
অদ্ভুত একটা অন্তর্মুখিতা একটা তীব্রতা 
বড় রকমের উত্তেজনা থাকে না , 
যেন ঠান্ডা এক জলস্রোত 
ক্ষীণ হয়ে এগিয়ে চলছে । 
মাঝে মাঝে অন্ধকার ঘরের জানালায় চোখ গেলে দেখি 
আধখানা চাঁদের আদলে গোল হয়ে রোড লাইট মৃদুলয়ে ঘুরছে , 
এক'শ  রঙের ঝকমকে গাউন পরা স্পেনিশ নারী 
ফ্রস্টের কবিতায় আঁকা পরিত্যক্ত জীর্ণ বাড়িটার সামনে । 
চারিদিকে শুধু ধ্বংস অনাচার খুন লোভ অহংকারের নেমেসিস দেখে 
একটু সরে গিয়ে মিলাতে থাকি 
শেলির ওজিমেন্ডিয়াসের লাইন গুলো ।
লেখক মন স্বাধীনতা খোঁজে আলস্য খুঁজে 
তাই হয়ত খুঁজে ফেরে বাইরের মাদক 
ভেতরের মদ ফুরিয়ে যায় বলেই ।
যদি না লিখতে পারে 
যদি না ঘটে নতুন কোন ঘটনা দৈনন্দিনে 
এক ঘেয়ে সময় তখন 
গাধার পিঠে ভার হয়ে চেপে বসে । 
তখন ভাবনা
 কি করে লেখকের হিপনোসিস হবে !

Post a Comment

নবীনতর পূর্বতন