Lyrics              :        
Writer              :       হেমন্ত মুখোপাধ্যায়
Singer             :        হেমন্ত মুখোপাধ্যায়
Tune               :        হেমন্ত মুখোপাধ্যায়
Released        :       



অলিরও কথা শুনে বকুল হাসে|| হেমন্ত মুখোপাধ্যায়  || Olir kotha shune bakul hashe Lyrics



হেমন্ত মুখোপাধ্যায়  এর জনপ্রিয় একটি গান "অলিরও কথা শুনে বকুল হাসে"  জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।



অলিরও কথা শুনে বকুল হাসে || হেমন্ত মুখোপাধ্যায়  || Olir kotha shune bakul hashe Lyrics





অলিরও কথা শুনে বকুল হাসে in Bengali:



অলিরও কথা শুনে বকুল হাসে

কই তাহার মত 

তুমি আমার কথা শুনে হাসো না তো।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মত 

তুমি আমার কাছে কভু আসো না তো।।



আকাশ পারে ওই আনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে,

আকাশ পারে ওই আনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে,

যেমন করে সে হাওয়ায় ভাসে

কই তাহার মত 

তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।



অলিরও কথা শুনে বকুল হাসে

কই তাহার মতো 

তুমি আমার কথা শুনে হাসো না তো।।



চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি করো না কেন 

ও গো ধন্য মোরে,

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি করো না কেন 

ও গো ধন্য মোরে। 



যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি,

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি,

যেমন করে সে ভালবাসে

কই তাহার মত 

তুমি আমায় তবুও ভালবাসো না তো। 



অলির কথা শুনে বকুল হাসে

কই তাহার মত 

তুমি আমার কথা শুনে হাসো না তো।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মতো 

তুমি আমার কাছে কভু আসো না তো।



Olir kotha shune bakul hashe Song Details:

Song : Olir kotha shune bakul hashe (অলিরও কথা শুনে বকুল হাসে )


Singer : হেমন্ত মুখোপাধ্যায়

Lyric    : হেমন্ত মুখোপাধ্যায়

Tune    : 


 

Olir kotha shune bakul hashe In English :


 

Olir kotha shune bakul hashe

Koi tahar moto

Tumi amar kotah shune haso na to;


Dharar Dhulite je fagun ashe,

Koi tahar moto-

Tumi amar kache kabho asho na to!


Akash pare Oi onek dure

Jemon kore megh jay go ure.


Akas parre oi anek dore,

Zemon kure megh zay gu Ore.


Jemon kore Se haoay bhashe,

Koi tahar mato,

Tumi amar showpne asho na to?


Oliro katha bakul hase,

Koi tahar moto,

tumi amar kotha shone haso nato?


Chander aloy rat jay je bhore,

Tahar moto tumi koro na keno

Ogo dhonno more.


Jemon kore Nire ekti pakhi

Shathire kache tar ney go daki.


Zemon kore niree ekti pakhie.

Shathire kachhe tar ney go dakie.


Jemon kore she bhalobashe-

Koi tagar moto,

Tumi amar kotha shone asho na to.


Oliro kotha shune bakul hase lyrics.

Koi tahar matu-

Tumi amar katha shune haso na to.



কবিয়াল



কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন