Lyrics              :        

Writer              :       অনুপম রায়

Singer             :        অনুপম রায়

Tune               :        অনুপম রায়

Released        :       



আমি সেই মানুষটা নেই|| অনুপম রায় || Ami se manushta nei Lyrics


অনুপম রায়  এর জনপ্রিয় একটি গান "আমি সেই মানুষটা নেই"  জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।




আমি সেই মানুষটা নেই || অনুপম রায় || Ami se manushta nei Lyrics


আমি সেই মানুষটা নেই in Bengali:



তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে

তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে

আমি সেই মানুষটা নেই

আমি সেই মানুষটা নেই


চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ

ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ

আমি সেই মানুষটা আর নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে


চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার

আমি এগিয়ে যাই এবার


প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাষী

হয়ে বার বার ফিরে ফিরে আসি

আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই Nemesis নামে


মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত

দেবতার কথা রাখে মানুষের ব্রত

আমি সেই মানুষটা নেই

আমি সেই মানুষটা নেই


সব কিছু শেষ হয় সময়ের তাগিদে

তবু কেন মেটে না আগুনের খিদে

আমি সেই মানুষটা নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে


চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে

ওই নক্ষত্রের ঝাঁকে


প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাষী

হয়ে বার বার ফিরে ফিরে আসি

আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই Nemesis নামে





Ami se manushta nei Song Details:


Song : Ami se manushta nei (আমি সেই মানুষটা নেই )


Singer : অনুপম রায়

Lyric    : অনুপম রায়

Tune    : অনুপম রায়


 

Ami se manushta nei In English :


 

Tumi jake dekho roj eka hete asey

Taar ghore here jawa dhrubo tara bhase

Ami se manushta nei

Ami shei manushta aar nei


Chokhe taar maya chilo, mukhe taar sneho

Idaning se garichapa kukurer mritodeho

Ami sei manushta aar nei

Miliye jeno gechi ishware

Chokhe jol ashe na, khubi tuccho e-bepar

Ami egiye jai ebar.


Proloyer jole mai banbhasi

Protishodh obhilasi

Hoye bar bar phire phire ashi

Amar mukti ei dhoradhame boikunther khame

Ami chithi hoi neme sisname


Mohiruho noto hoy, buke taar khoto

Debotaar kotha rakhe manusher broto

Ami shei manushta nei

Ami shei manushta aar nei


Sob kichu sesh hoy somoyer tagide

Tobu keno mete na aguner khide

Ami shei manush ta nei

Miliye jeno gechi ishware


Chena mrityu poshake

Kara dakche amake

Oi nokkhotrer jhake.


Proloyer jole mai banbhasi

Protishodh obhilasi

Hoye bar bar phire phire ashi

Amar mukti ei dhoradhame boikunther khame

Ami chithi hoi neme sisname



কবিয়া



কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন