Lyrics :
Writer : হেমন্ত মুখোপাধ্যায়
Singer : হেমন্ত মুখোপাধ্যায়
Tune : হেমন্ত মুখোপাধ্যায়
Released :
আমি দূর হতে তোমারেই দেখেছি || হেমন্ত মুখোপাধ্যায় || Ami dur hote tomare dekhechi Lyrics
হেমন্ত মুখোপাধ্যায় এর জনপ্রিয় একটি গান "আমি দূর হতে তোমারেই দেখেছি" জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
আমি দূর হতে তোমারেই দেখেছি || হেমন্ত মুখোপাধ্যায় || Ami dur hote tomare dekhechi Lyrics
আমি দূর হতে তোমারেই দেখেছি in Bengali:
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
Ami dur hote tomare dekhechi Song Details:
Song : Ami dur hote tomare dekhechi (আমি দূর হতে তোমারেই দেখেছি )
Singer : হেমন্ত মুখোপাধ্যায়
Lyric : হেমন্ত মুখোপাধ্যায়
Tune :
Ami dur hote tomare dekhechi In English :
Ami dur hote tomare dekhechi
Aar mugdh hoye chokhe cheye thekechi (x2)
Baaje kini kini rinijhini
Tomare je chini chini
Mone mone koto chobi ekechi
Ami dur hote tomare dekhechi
Aar mugdh hoye chokhe cheye thekechi
Chilo vabe bhora duti aakhi chonchol
Tumi batashe urale bhiru onchol (x2)
Oi rup er madhuri mor shonchoye rekhechi
dur hote tomare dekhechi
Aar mugdh hoye chokhe cheye thekechi
Kosturi mrigo tumi jeno kosturi mrigo tumi
Apon gondho dhele e hridoy chuye gele
Se mayay aponare dhekechi
Oi kopole dekhechi laal poddo
Jeno dol mele futeche se shoddo (x2)
Ami bhromorer gunjone tomarei dekechi
dur hote tomare dekhechi
Aar mugdh hoye chokhe cheye thekechi
Baaje kini kini rinijhini
Tomare je chini chini
Mone mone koto chobi ekechi
Ami dur hote tomare dekhechi
Aar mugdh hoye chokhe cheye thekechi
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
কোন সিনেমার গান এটা?
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন