Lyrics : মনিরুজ্জামান মনির
Writer :
Singer : শাহনাজ রহমতুল্লাহ
Tune : আলাউদ্দিন আলী
Released :
যে ছিলো দৃষ্টির সীমানায় || শাহনাজ রহমতুল্লাহ || je chilo dristir simanay Lyrics
শাহনাজ রহমতুল্লাহ এর জনপ্রিয় একটি গান "যে ছিলো দৃষ্টির সীমানায়" জনপ্রিয় এই গানটির লিরিক কবিয়াল পাঠকদের জন্য বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
যে ছিলো দৃষ্টির সীমানায় || শাহনাজ রহমতুল্লাহ || je chilo dristir simanay Lyrics
যে ছিলো দৃষ্টির সীমানায় in Bengali:
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যতখানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেলো
স্মৃতি তাই আমারে কাঁদায়
যতখানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেলো
স্মৃতি তাই আমারে কাঁদায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝি ছিলো
কি যে চাই বলেনি আমায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
যে ছিলো দৃষ্টির সীমানায়
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি
je chilo dristir simanay Song Details:
Song : je chilo dristir simanay (যে ছিলো দৃষ্টির সীমানায় )
Singer : শাহনাজ রহমতুল্লাহ
Lyric : মনিরুজ্জামান মনির
Tune : আলাউদ্দিন আলী
je chilo dristir simanay In English :
je chilo dristir simanay
je chilo hridoyer anginay
se haralo kothay kon dur ojanay
se cena mukh koto din dekhini
tar cokhe ceye shopno akini
je chilo dristir simanay
je chilo hridoyer anginay
se haralo kothay kon dur ojanay
se cena mukh koto din dekhini
tar cokhe ceye shopno akini
joto khani sukh diye chilo
tar beshi betha diye gelo
sriti tai amare kaday...
joto khani sukh diye chilo
tar beshi betha diye gelo
sriti tai amare kaday..
se haralo kothay kon dur ojanay
se cena mukh koto din dekhini
tar cokhe ceye shopno akini
joto tuko vul hoye chilo
tar besi vul bujhe chilo
ki je cai boleni amay...
joto tuko vul hoye chilo
tar besi vul bujhe chilo
ki je cai boleni amay..
se haralo kothay kon dur ojanay
se cena mukh koto din dekhini
tar cokhe ceye shopno akini
je chilo dristir simanay
je chilo hridoyer anginay
se haralo kothay kon dur ojanay
se cena mukh koto din dekhini
tar cokhe ceye shopno akini
একটি মন্তব্য পোস্ট করুন