বাংলাদেশের বিখ্যাত রকসম্রাট জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন ও সুর করেছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এই গানের শিরোনাম ‘বাংলাদেশ’ হলেও এটিকে সবাই ‘আমার সোনার বাংলা’ নামেই চেনেন। জনপ্রিয় এই গানটি দেশ ও বিদেশের অনেক শিল্পী ইতোমধ্যে কাভার করেছেন। এটি মূলত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে গাওয়া হয়। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
আমার সোনার বাংলা || জেমস
Amar Sonar Bangla Lyrics / আমার সোনার বাংলা লিরিক্স
Amar Sonar Bangla Lyrics in Bengali:
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মাগো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি,
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা
উন্নত মম শির,
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান,
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার,
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মা গো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি,
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়,
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর,
তুমি রাগে-অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার,
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মা গো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি,
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
Amar Sonar Bangla Lyrics (আমার সোনার বাংলা লিরিক্স) James
Bangladesh Song Details:
Amar Sonar Bangla Song Lyrics In English:
আমার সোনার বাংলা - জেমস :
Tumi mishrito logno madhurir
Jole veja kobitay
Acho soroyardi sherebangla
Vasanir shesh icchay
Tumi bongo bondhur rokte agun jwala
Jwalamoyi se vashon
Tumi dhaner shishe mishe thaka
Shohid jiyar shopon
Tumi chelehara maa jahanara imamer
Ekattorer dun guli
Tumi jashim uddin er nakshi kathar math
Mutho mutho sonar dhuli
Tumi tirish kingba taaro odhik
Lakho shohider praan
Tumi shaheed minar er prabhatferir
Bhai hara ekusher gaan
Amar sonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi maa go
Tai tomay valobashi
Amar praaner bangla ami tomay valobashi
Praner priyo maa go toke
Boro beshi valobasi
Tumi kobi nazrul bidrohi kobita
Unnoto momo shir
Tumi rakter kalite lekha naam
Saat shreshtho beer
Tumi surer pakhi abbas er
Dorod bhora sei gaan
Tumi abdul alimer sorbonasha
Podma nodir taan
Tumi ekti fulke bachabo bole
Beje otho sumodhur
Tumi raage anuraage mukti sangrame
Sona jhora sei roddur
Tumi protiti pongu muktijoddhar
Obhimaer sangsar
Tumi krandan tumi hasi
Tumi jagroto shahid minar
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন