কবিতা                    :        স্বপ্ননীল 
কবি                       :        কৃষ্ণ জয়
গ্রন্থ                        :          
প্রকাশকাল                :     


কবি কৃষ্ণ জয়ের “স্বপ্ননীল” শিরোনামের এই কবিতাটি কবি নিজেই প্রকাশের আগ্রহ নিয়েই পাঠিয়েছেন। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট ও প্রকাশকাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
স্বপ্ননীল || কৃষ্ণ জয়
স্বপ্ননীল || কৃষ্ণ জয়

স্বপ্ননীল || কৃষ্ণ জয়


স্বপ্ননীল,
তোমার মনে আছে, 
ঐ রবিবারের কথা, 
অন্যরকম সন্ধ্যায় হালকা বৃষ্টিতে তুমি আমার জন্য
ছাতা নিয়ে অপেক্ষা করছিলে!
মনে আছে?

তারিখটা আমারও মনে নেই, তবে বারটা ছিল রবিবার।
তোমার পরনে ছিল নীল রংঙ্গের পাঞ্জাবী,
রিক্সার সিটে বসা আমি দূর থেকে দেখেছিলাম তোমাকে ছাতা হাতে।
তোমার সামনে এসে রিক্সা থেকে নামতে গিয়ে 
ইচ্ছে করে পড়ে যাওয়ার ভংঙ্গি করেছিলাম 
আর তুমি আমাকে সেদিন প্রথম স্পর্শ করেছিলে।
মনে আছে?

যদিও তুমি বুঝতে পারোনি যে এটা আমার দুষ্টুমি,
তবুও ভালোলাগার মাঝে কোনো অকৃত্রিমতা ছিল না, বিশ্বাস কর।
আবার কবে সেই রবিবার ফিরে আসবে বলতে পার!
আমি এখন সেই জায়গাটায় রোজ তোমার অপেক্ষায় থাকি ছাতা হাতে
সে বৃষ্টি হোক আর না হোক।
যদি তুমি আস!

কি মনে পড়েছে!


কবি সংক্ষেপ : 


কবিয়াল


কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন