কবিতা : ক্লান্ত
কবি : টুম্পা তরফদার
গ্রন্থ :
প্রকাশকাল :
টুম্পা তরফদারের “ক্লান্ত” শিরোনামের এই কবিতাটি কবি নিজেই প্রকাশের আগ্রহ নিয়েই পাঠিয়েছেন। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট ও প্রকাশকাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
ক্লান্ত || টুম্পা তরফদার |
ক্লান্ত || টুম্পা তরফদার
ক্লান্ত আজ আমি
কত অভিনয়ের ভালবাসার বেড়াজালে জড়িয়েছি আমি,
কত বিশাল হিয়ায় জায়গা হয়েছিল আমার,
ভুলে গিয়েছিলাম আমি কি?
কোথায় আমার জায়গা?
ময়লা কে যোগ্য ভাবতে নেই
ডাস্টবিনকে আগলে রাখতে নেই
সে শুধু গন্ধই ছড়ায়...!!
আমি সাপ..
আমার কাছে বিষ ছাড়া কিছু নেই
আমি অযোগ্য
তবে আমার কাছে তুমি কিছু পাবেনা খুজে...!!
তবে কি এটাই শ্রেয় নয়?? আমাকে ভুলে যাওয়া??
তুমি আমাকে ঠাই দিয়েছিলে সেই ত অনেক..
আর কি চাই?
এবার আমাকে ছেড়ে দিয়েছো ভাল করেছো
যেখানে ভালবাসতে পারনি, মন মেশাতে পারনি সেখানে কেন থাকবে?
চলে যাও...
আর ভুলে যাও কোনদিন আমিও ছিলাম মিশ্রিত এক পদার্থ তোমার জীবনের কাল হয়ে
কবি সংক্ষেপ : কবি টুম্পা তরফদার এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি মন নামেই পরিচিত। ব্যক্তিজীবনে ঘুরে বেড়াতে ও রান্না করতে পছন্দ করেন তিনি।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন