কবিতা : হে আদম সন্তান
কবি : তিয়াশা সুরভী
গ্রন্থ :
প্রকাশকাল :
কবি তিয়াশা সুরভীর “হে আদম সন্তান” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
হে আদম সন্তান || তিয়াশা সুরভী |
হে আদম সন্তান || তিয়াশা সুরভী
হে আদম সন্তান
গন্ধমের স্বাদ কেরুর মতো সস্তা বলেই
মেরি শুয়েছে ঈশ্বরের সাথে।
বদনাম হয়েছে বাতাস।
সেই পবিত্র বাতাস যা চুমুর ন্যায়
দীর্ঘকাল ধরে ঝুলে আছে নীল টি শার্টে।
টি শার্ট সভ্যতার প্রতীক।
যা খুলে, প্রেমিকের সামনে যেতে হয়।
কিন্তু প্রেমিক ভার্জিন।
তোমার শরীরে থুঁ থুঁ ছিটাও নিজেই। আর ভাবো,
অসমাপ্ত থেকে গেল সফল বিষন্নতা।
অথচ বিষন্নতা ছাড়া কোন প্রেমিকের বুকের লোম দেখা হয় নি তোমার।
পিঠের আঁচড়, কোমরের আলতো চাপ
অথবা চোখ বন্ধ করে তীরন্দাজ সেজে,
চুল টেনে ধরে ঠোঁটে ঠোঁট কামড়ে
জিহবা চুষে খুব ভালোবাসাবাসি!
- মহান বোকচোদ
সেসব মিথ।
প্রতিটা মানুষ যেমন।
নগ্ন শরীর যেমন।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন