কবিতা                    :        ব্যক্তিত্ব
কবি                       :        রওশন আরা মুনা
গ্রন্থ                        :          
প্রকাশকাল               :        

কবি রওশন আরা মুনার “ব্যক্তিত্ব” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
ব্যক্তিত্ব || রওশন আরা মুনা
ব্যক্তিত্ব || রওশন আরা মুনা

ব্যক্তিত্ব || রওশন আরা মুনা


জগতের এত সুন্দর আর সৌন্দর্যের ভিড়ে
আমি কেবল একজন ভালো মানুষ খুঁজি।
যে মানুষ আমার ব্যথাগুলোর পরম সঙ্গী হবে।
আমার দুঃখ গুলোর ধারক হবে।

পার্লারের তকমা লাগানো অতিরঞ্জিত রুপের চেয়ে, 
আমি যেমন তেমনভাবেই আমাকে গ্রহণ করবে।
ঠিক তেমন মনেরই একজন মানুষ খোঁজে আমার মন।

আমি বলছি না,
শুধু আমার সাধারণত্বেই তাকে মুগ্ধ হতে হবে।
সে ও হোক না, আমার মতো সাধারণ সৌন্দর্যের কেউ।
তার না থাকুক চুলের ঢেউ।
দাড়ির সৌন্দর্য বা ত্বকের গৌর বর্ণ।
যা কিছু সৌন্দর্যের বহিরাবরণ
তা থাকুক শুধুই তার মন জুড়ে।

আমার এই অতি সাধারণ জীবনে, আমি খুঁজে চলি
সাধারণ সৌন্দর্যের কঠিন ব্যক্তিত্বের একজন।
যার জীবনে থাকবে আমার স্বাধীন মূল্যায়ন।

ব্যক্তিত্ব আর গুণ দিয়েই যে মানুষকে 
বেঁধে রাখা যায় যুগের পর যুগ।
মুখে সহস্র বার ভালোবাসি ভালোবাসি বলেও 
যে বাঁধন দৃঢ় হয় না, 
ব্যক্তিত্ব সে বাঁধনে বেঁধে রাখে সুদীর্ঘকাল।


কবি সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন