আলোচনা : ভালোর ঠিকানা
লেখক : রুদ্র গোস্বামী
প্রকাশস্থল : সামাজিক মাধ্যম
প্রকাশকাল :
পশ্চিমবঙ্গের পরিচিত কবি রুদ্র গোস্বামীর “ভালোর ঠিকানা” শিরোনামের এই আলোচনা প্রবন্ধটি মানুষের প্রাত্যহিক জীবনের ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে লেখা হয়েছে। বিভিন্ন রকম সম্পর্কের ধরণ ও গভীরতা নিয়েই আলোচনা করেছেন লেখক। তবে এ লেখার অবস্থান ও সময়কাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
ভালোর ঠিকানা || রুদ্র গোস্বামী |
ভালোর ঠিকানা || রুদ্র গোস্বামী
একটা মানুষ তাঁর জীবনের শেষ সময়টুকু পর্যন্ত ভালোবাসাতেই বসবাস করে। অথচ আমরা আমাদের চাওয়া-পাওয়া অধিকার অভিযোগ এবং বিদ্রোহ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে জীবনের এই সবথেকে বড় সম্পদটিকে ঠিক করে বুঝে উঠতে পারি না।
ভালোবাসা আসলে কি? দুটি মানুষের সঙ্গে দুটি মানুষের ঠোঁটের আপোষহীন সন্ধি? নাকি উভয়ের সঙ্গে উভয়ের শারীরিক অথবা মানসিক মিলন? না। ভালোবাসা যে শুধু নির্দিষ্ট দুটি মানুষের মনের মধ্যেই সৌন্দর্যের দুর্গ তৈরি করে, তা কিন্তু নয়। আস্থা, বিশ্বাস, ইত্যাদি সঙ্গে নিয়ে প্রকৃতপক্ষে মানুষের প্রতি মানুষের একটা মানসিক দূরত্বহীন যত্নের নামই ভালোবাসা।
ভালোবাসার নিজস্ব অথবা নির্দিষ্ট কোনো শরীর নেই। ভালোবাসা অনেকটা ঠিক জলের মতো। কুঁজোতেও রাখলে জল। গ্লাসে রাখলেও জল। আকারটাই যা বদলে যায়। কিন্তু দুটি ক্ষেত্রেই জীবনদায়ী।
আমরা বাঁচার জন্য জল খাই। কিন্ত জলকে আলাদা করে কিছু মনে রাখি না। এই জলের মতোই আমাদের জীবনের চারপাশে আমাদের ছায়ার মতো রোজ যে মানুষগুলো জড়িয়ে থাকে, তাঁদেরও আমরা আলাদা করে মনে রাখিনা। এই মানুষগুলো আমাদের বাবা, মা, ভাই, বোন, বন্ধু এবং আত্মীয়।
আমাদের ব্যস্ততম জীবনের নিঃশ্বাস-প্রশ্বাসের মতো এই মানুষগুলোকে কখনোই বলা হয়ে ওঠে না, বাবা, মা, বা আত্মীয়, তোমাকে ভালোবাসি। ভাই, বোন, অথবা বন্ধু, তোকে ভালোবাসি। ভালোবাসা দুটি মানুষের মিলন সম্পদই শুধু নয়, ভালোবাসা আমাদের প্রতিটি মানুষের ভালোর ঠিকানা।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন