কবিতা                    :        বংশ প্রদীপ
কবি                       :        ফারহানা নিমগ্ন দুপুর
গ্রন্থ                        :          
প্রকাশকাল               :        

কবি ফারহানা নিমগ্ন দুপুরের “বংশ প্রদীপ” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
বংশ প্রদীপ || ফারহানা নিমগ্ন দুপুর
বংশ প্রদীপ || ফারহানা নিমগ্ন দুপুর

বংশ প্রদীপ || ফারহানা নিমগ্ন দুপুর


মধ্য‌বি‌ত্তের খেসারতে জী‌বিকার বাজা‌রে 
যে ছে‌লে‌টি দিন‌শে‌ষে ঘা‌মে নে‌য়ে ঘ‌রে ফে‌রে;
শত অ‌ভি‌যোগে বে‌ড়ে রাখা প্লে‌ট 
তার অ‌পেক্ষায় প‌ড়ে থা‌কে অনাদ‌রে!
যেখা‌নে হাত বা‌ড়ি‌য়ে রক্তের ফোঁটারা কেউ দেখায়‌নি পথ;
সেখা‌নে মন বা‌ড়ি‌য়ে অবলীলায় দে‌খি‌য়ে‌ যায় উপহা‌সের ভ‌বিষৎ!
অথচ নিঃশ্বা‌সের অপরা‌ধে আয়ুর ঋণ চুকা‌তে চাওয়া ছে‌লে‌টির কষ্ট কেউ ছুঁ‌য়ে দ্যা‌খে‌নি;
পাঠহীন হৃদয় নি‌য়ে জন্মা‌নো ছে‌লে‌টি 
তাই কা‌রো কা‌ছে ভা‌লো হ‌তে পা‌রে‌নি!

অতঃপর সমা‌জের কটা‌ক্ষ চো‌খ 
ছে‌লে‌টি‌কে কখ‌নো ভা‌লো ব‌লে‌নি, ভা‌লো ব‌লেনা!


কবি সংক্ষেপ : 
কবি ফারহানা নিমগ্ন দুপুর এমনই কোনো এক বছরের ৩০ই নভেম্বর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেছেন। শিক্ষা জীবনেই তিনি লেখালেখির সাথে যুক্ত হন। এর মধ্যেই অর্জন করেছেন আকাশচুম্বি জনপ্রিয়তা। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো- যে রোদে নিকোটিন পোড়ে, মৃত্যুর মিছিল থেকে বলছি, নিষিদ্ধ সময়ের কবিতা, অঙ্কিত অঙ্কুর এবং দ্য ব্ল্যাক মুন অন্যতম।

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন