কবিতা : আমার হৃদপিন্ড
কবি : ভাস্কর চৌধুরী
কাব্যগ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
জনপ্রিয় সাহিত্যিক ভাস্কর চৌধুরীর “আমার হৃদপিন্ড” শিরোনামের এই কবিতাটিতে তিনি খুব নিপুণভাবে সামাজিক অসঙ্গতিপূর্ণতায় বেড়ে ওঠা সময়কে তুলে ধরেছেন। তবে এ লেখার সময় ও অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
আমার হৃদপিন্ড || ভাস্কর চৌধুরী |
আমার হৃদপিন্ড || ভাস্কর চৌধুরী
ফুডগ্রেড হৃদয় আমার
আরএফএল এর লাল বালতিতে
যতনে রেখেছি।
ওদিকে রক্ত, পূজ, পরাজয়
কুত্তাতে খাক।
তুমি এদিকে থাকো
তুমি নিরামিষ কিমাভোগী
আমার পাথরের মত
পৌরুষ
কালো এঁটেল মাটির মত
কষ্টিপাথর রং
পেশীর পেছনে পিঠ
তুমি খামছে ধরো
তোমার জমি অনাবাদী
আবাদও করে নিয়ে যাও।
ঐ লাল হৃদপিন্ড
লাল আর এফ এল বালতিতে
চুবানো আছে, রক্ত পূজে
শতটা সেলাই এ
ওটা কুত্তায় খাক।
তুমি খাও হিম
কষ্টিদানা ও গরম পাথর।
আমার পেশীতে
আর যা কিছু আছে।
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন