কবিতা          :         জীবনের ফান্ডা
কবি             :         রীতা চক্রবর্তী
গ্রন্থ              :         
প্রকাশকাল     :         
রচনাকাল       :         

কবি রীতা চক্রবর্তীর “জীবনের ফান্ডা” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে।
জীবনের ফান্ডা || রীতা চক্রবর্তী
জীবনের ফান্ডা || রীতা চক্রবর্তী

জীবনের ফান্ডা || রীতা চক্রবর্তী


যদি হেস্ত-নেস্ত কাটাবি জীবন
তবে আয়।
নুন আনতে পান্তা ফুরোবে
পান্তা আনতে নুন।
রাজি থাকিস তবে আয়

তবে হ্যাঁ, মাঠ ভরা সবুজের শাড়ি দিতে পারি---
তিতলির কারুকার্য।
বাথ টব দেবো না
শান বাঁধানো দেবো ঘাট।

যদি রাজি থাকিস, বাস্তবে ঠোকর খেতে---
কল্পনায় উড়ে যেতে---দেব ময়ুরীর ডানা।
দেব উথাল--পাথাল ভালোবাসা--
জ্বলন্ত সুর্যের দাহ, পূর্নিমার বিছানায় রাত।

দেবো নোঙ্গর ফেলা নাও।
শীতল গাছের ছাও।
কোয়েলের কূহুতান----
হৃদয় এক আনচান।

নিবি কি? যদি চাস---দিতে পারি তোকে।
যদি চাস, চলে আয়---বাধন খুলে রেখে।

লেখক সংক্ষেপ

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন