কবিতা            :         স্বপ্নবাসর
কবি                :         রীতা চক্রবর্তী
গ্রন্থ                 :         
প্রকাশকাল     :         
রচনাকাল       :         

কবি রীতা চক্রবর্তীর “স্বপ্নবাসর” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে।
স্বপ্নবাসর || রীতা চক্রবর্তী
স্বপ্নবাসর || রীতা চক্রবর্তী

স্বপ্নবাসর || রীতা চক্রবর্তী


আনমনে আমি খুলে দেবো মেঘবরণ চুল
তুমি জেনে নিও বৃষ্টি নামার সময়
আঁকবো চোখে সুদীর্ঘ কাজল রেখা
তুমি স্বপ্ন বাসর সাজাবার আয়োজন করো।
যখন দখিনা বাতাস উড়াবে আমার আঁচল 
সহস্র ফুলের গন্ধে মাতাল হবে আকাশ
তুমিও সুবাসিত হয়ো সিক্ত বসনে।
কপালের টিপের টানে আসবে যখন জোনাকির ঝাঁক---
সেই স্নিগ্ধ আলোয়--মুগ্ধ আমি
অনুভবে শুধু দেখবো তোমায়
বন্ধ দুচোখ ভরে।
কৃষ্ণবর্ণ রাতের শেষ লগ্নে
আমার সঞ্চিত ভালোবাসার অঞ্জলি
অকাতরে বিলিয়ে দেবো তোমার---
মুখে---বুকে---নাভিকুন্ডলে
সাঁতরে যাবো শরীর জুড়ে,
তৃপ্ত তুমি, নতুন আবেগে ডেকে এনো
আনকোরা এক নতুন সকাল।

লেখক সংক্ষেপ

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন