কবিতা : তুমি বরং কুকুর পোষো
কবি : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
প্রয়াত বিখ্যাত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর “তুমি বরং কুকুর পোষো” শিরোনামের এই কবিতাটি তিনি লিখেছিলেন তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে। এর আগে রুদ্রকে উদ্দেশ্য করেও তসলিমা একটি কবিতা লিখেছিলেন। সেটি হলো-"তার চেয়ে কুকুর পোষা ভালধূর্ত যে শেয়াল, সেও পোষ মানেদুধ কলা দিয়ে আদরে আহলাদেএক কবিকে পুষেছি এতকালআমাকে ছোবল মেরেদেখ সেই কবি আজ কিভাবে পালায়”তসলিমা নাসরিনের এই কবিতার বিপরীতেই রুদ্র লিখেছিলেন'তুমি বরং কুকুর পোষো' শিরোনামের কবিতাটি।
![]() |
তুমি বরং কুকুর পোষো || রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
তুমি বরং কুকুর পোষো || রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
তুমি বরং কুকুর পোষো
প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়,
তোমার জন্য বিড়ালই ঠিক,
বরং তুমি বিড়ালই পোষো
খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়
খুঁজে এবার পেয়েছ ঠিক দিক ঠিকানা
লক্ষী সোনা, এখন তুমি বিড়াল এবং কুকুর পোষো
শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়,
কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান।
ঘাটাঘাটির ঘনঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি,
তুমি বরং ওই পুকুরেই নাইতে নামো
উংক পাবে, জলও পাবে।
চুল ভেজারও তেমন কোন আশঙ্কা নেই,
ইচ্ছেমত যেমন খুশি নাইতে পারো।
ঘোলা পানির আড়াল পেলে
কে আর পাবে তোমার দেখা।
মাছ শিকারেও নামতে পারো
তুমি বরং ঘোলা পানির মাছ শিকারে
দেখাও তোমার গভীর মেধা।
তুমি তোমার স্বভাব গাছে দাঁড়িয়ে পড়ো
নিরিবিলির স্বপ্ন নিয়ে আর কতকাল?
শুধু শুধুই মগজে এক মোহন ব্যধি
তুমি বরং কুকুর পোষো, বিড়াল পোষো,
কুকুর খুবই প্রভুভক্ত এবং বিড়াল আদরপ্রিয়
তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায় পাবে?
লেখক সংক্ষেপ :
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি বংশদ্ভুত কবি ও গীতিকার। তিনি বিপ্লবী এবং রোমান্টিক কবিতার জন্য বিখ্যাত। "বাতাসে লাশের গন্ধ" তার জনপ্রিয় কবিতাগুলোর মধ্যে অন্যতম। তিনি ১৯৭০-এর দশকের অন্যতম প্রধান বাঙালি কবি হিসেবে বিবেচিত হন। তিনি ১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন। এই কবির মৃত্যুর পর তার স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন