কবিতা : আমাজন ফুসফুস
কবি : শিমুল চৌধুরী ধ্রুব
গ্রন্থ : নিষিদ্ধ পাণ্ডুলিপি
প্রকাশকাল : বইমেলা ২০২০ ইং
রচনাকাল : ২৬ আগষ্ট, ২০১৯ইং
বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুবর “আমাজন ফুসফুস” কবিতাটি তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপি' থেকে নেয়া হয়েছে৷ কবি এই কবিতাটি ২০১৯ সালের ২৬ আগষ্ট সকালে বাংলাদেশের বরিশালে বসে লিখেছেন। পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনভূমিতে উদ্দেশ্য মূলকভাবে অগ্নিকাণ্ডের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কবিতাটি লিখেছেন। যেখানে পরিবেশের প্রতি ভালোবাসা স্পষ্ট।
![]() |
আমাজন ফুসফুস || শিমুল চৌধুরী ধ্রুব |
আমাজন ফুসফুস || শিমুল চৌধুরী ধ্রুব
এ পাড়ায় ঘোর লাগা সন্ধ্যা
কাঠ-কয়লার ফায়ারপ্লেসে কচি ভেড়ার মাংস
ভোজ বিলাসের প্রস্তুতিতে তা দিচ্ছি জিভ
বাইরে থেমে থেমে চিৎকার করছে শেয়াল-কুকুর। যেন গলায় গলা মিলিয়ে কাঁদছে।
জানালা ধারের হাসনাহেনার পাতাগুলো
কেমন যেন চুপসে, নেতিয়ে ঝুলে আছে।
উত্তরের বকুলটাও যেন অনিচ্ছুক বেচে আছে।
দুটো মাকড় সঙ্গমের অস্বস্তিতে উল্টো দিকে ছুটছে।
ঝলসানো ভেড়ার বাচ্চাটা হঠাৎ ডেকে বললো
'তোমার ফুসফুসে এখনো আগুন লাগেনি?
অথচ দেখো পৃথিবীর হৃদপিণ্ড জ্বলে খাক।
ঐ বুনো হাতি, বৃষ্টি বাগান, কাঠ-কয়লার গাছ
আমরা না হয় বলি হলাম ভোজন বিলাসে
কিন্তু তোমরাইতো তোমাদের বলি দিচ্ছো রোজ।
মানুষ! আমরা মরলে তোমরা বাঁচবেতো!!’
লেখক সংক্ষেপ :
কবি শিমুল চৌধুরী ধ্রুব তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপিতে' নিজের পরিচিতি সম্পর্কে লিখেছেন ❝নাম, ধাম, বয়স, জন্ম, সময়-বিবিধের বেড়াজালে আমি কোনোদিন হারাতে চাইনি এবং ভবিষ্যতেও চাইনা। বইয়ের শেষ পৃষ্টা উল্টিয়ে কবি'র পরিচয় পাওয়া কি আদৌ সম্ভব! কবি যুবক নাকি বৃদ্ধ, ধনী নাকি দরিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিনা, এসব আমার কাছে বরাবরই অপ্রাসঙ্গিক। কবির পরিচয় নিহিত থাকে মূলত তার সন্তানসম কবিতায়।আমার পরিচয়ের কথা যদি বলতেই হয়, সেক্ষেত্রে আমি অতি সাধারণ এবং নগন্য এক মানুষ। এর বাইরে দেবার মতো পরিচয় আমার নেই।❞
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন