কবিতা : নিমগ্ন প্রেম
কবি : সাবানা আহমেদ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ০৩ জুলাই, ২০২২ ইং
তরুণ কবি সাবানা আহমেদের “নিমগ্ন প্রেম” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
নিমগ্ন প্রেম || সাবানা আহমেদ |
নিমগ্ন প্রেম || সাবানা আহমেদ
আপাতত সঙ্গমের উত্তাপে চলো পুড়ে আসি
মনে হয় বহুকাল ভেজা সময় ছুঁয়ে যায়নি
নিমগ্ন আঁধারের নগ্নতা।
ধীর পায়ে আসুক,উদ্ভ্রান্ত পথিকের মতো আসুক
তৃষ্ণার্ত চাতকের মতো আসুক
ভেঙেচূরে জলের ভেতর দ্বিখন্ডিত আবেশ এক হোক
আবারো ঝড় উঠুক।
অভিমানের পাল্লায় সূতোর টান দিগুণ
এক চিলতে সুখ উঁকি দিচ্ছে মেঘে ঢাকা ধূসর বসন্তে
জেনেছি পত্র পল্লবের মতো
এমনি হয়,এমনি বিভোর সুখ সেখানেই জমে
যেনো শরীর খুঁজে ঠিকানা।
বেহিসেবী প্রণয়ে ভাসিয়ে দিতে ডেকেছে এক অন্যরকম মূগ্ধতা
একবার নয় বহুবার এমন জন্মের অপেক্ষা
আজন্মের দিব্যি নিয়ে ফিরে আসতেই চেয়েছে
সেখানেই যেখানে ছিলো শরীরের ঠিকানা।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন