কবিতা : ডাকঘরের অভিমানী দীর্ঘশ্বাস
কবি : লিডিনা তনা
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ০৬ জুলাই, ২০২২ ইং
তরুণ কবি লিডিনা তনার “ডাকঘরের অভিমানী দীর্ঘশ্বাস” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
ডাকঘরের অভিমানী দীর্ঘশ্বাস || লিডিনা তনা |
ডাকঘরের অভিমানী দীর্ঘশ্বাস || লিডিনা তনা
আমি ডাকঘরের জীয়ন্ত ফসিল বলছি-!
একটা নীল খামের অপেক্ষায়
হাজারো প্রেম প্রত্যাশীরা রোদে পোড়া, বৃষ্টি ভেজা-
নির্ঘুম রাত কাটিয়েছে আমার বারান্দায়!
মেঘের বেনুনী খুলে খরস্রোতা নদীর প্রশাখায়
কত প্রেরক পাঠিয়েছে নীল খাম
বিরহের স্বপ্নীল ঠিকানায়!
আজ সমাজের নির্লজ্জ আধুনিকতার ছোঁয়ায়
প্রাপক হৃদয় ভুলে গেছে প্রেমের ভাষাও!
তাইতো ফিরতি খাম হাতে ডাক পিয়নও
কড়া নাড়ে না দরজায়!
অভিমানের দীর্ঘশ্বাস জমে আছে মনের ডাকঘরে-
রহস্যময় ক্যানভাসে কল্পনার ছবি আঁকে
মরচে ধরা প্রেমিক হৃদয়ের ড্রয়ারে!
তবুও মৃতপ্রায় ফসিল হয়ে বেঁচে থাকার প্রত্যাশায়
দক্ষিনের একটি বাতায়ন অন্তত খোলা থাক--
হঠাৎ এক ফোঁটা বৃষ্টির ছটা এসে
আমার তপ্ত শরীরটাকে সিক্ত করে দিয়ে যাক!!
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন