কবিতা          :         লাল কালি
কবি              :         স্লাভয় জিজেক
ভাবানুবাদ     :         ইমতিয়াজ মাহমুদ 
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

“লাল কালি” শিরোনামের এই কবিতাটি মূলত লিখেছেন বিদেশি কবি স্লাভয় জিজেক। অসাধারণ এ কবিতাটির ভাবানুবাদ করেছেন বাংলাদেশের বর্তমান সময়ের কবি ইমতিয়াজ মাহমুদ। এটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
লাল কালি || ইমতিয়াজ মাহমুদ/স্লাভয় জিজেক
লাল কালি || ইমতিয়াজ মাহমুদ/স্লাভয় জিজেক

লাল কালি || ইমতিয়াজ মাহমুদ/স্লাভয় জিজেক


জার্মানির এক লোক সাইবেরিয়ায় চাকরি পেলো। তার ধারণা ছিলো, সে যে চিঠিই পাঠাবে, সেন্সরের লোকেরা তা পড়ে ফেলবে।

ফলে সে তার বন্ধুকে বললো, “চলো, একটা বুদ্ধি করি। আমি যদি নীল কালি দিয়ে লেখা চিঠি পাঠাই, তুমি মনে করবা, যা লিখছি তা সত্য। আর যদি লাল কালি দিয়ে লেখা চিঠি পাঠাই, মনে করবা, যা লিখছি তা মিথ্যা।”

এক মাস পর তার বন্ধু প্রথম চিঠিটা পেলো। নীল কালি দিয়ে চিঠিতে লেখা : “এখানে সবকিছুই খুব চমৎকার। দোকানগুলো জিনিসপত্রে ভরা। প্রচুর খাবার। ঘরগুলোও অনেক বড়; আর ভালোভাবে উত্তপ্ত। সিনেমা হলগুলোতে ওয়েস্টার্ন সিনেমা দেখা যায়। এখানে বিয়ের উপযোগী অনেক সুন্দরী পাত্রী আছে। শুধু কোথাও লাল কালি নাই।”

কবি সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন