কবিতা          :         ভালোবেসেছিলাম
কবি              :         বিভাবরী
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

তরুণ লেখিকা বিভাবরীর “ভালোবেসেছিলাম” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
ভালোবেসেছিলাম || বিভাবরী
ভালোবেসেছিলাম || বিভাবরী 

ভালোবেসেছিলাম || বিভাবরী 


আমি তারে খুব করে ভালোবেসেছিলাম
হৃদয়টার মধ্যিখানে রেখেছিলাম, 

আমি তারে আপন করে চেয়েছিলাম 
আপনার মধ্যখানে বসিয়েছিলাম 

আমি তারে আমার অন্তর আত্মা ভেবেছিলাম 
তাই ভিতরটা তারে শপেছিলাম, 

"তাই সে সুযোগ বুঝে 
আমার হৃদয়  মাঝে 
করেছে ক্ষত শত শত 
জমেছে যন্ত্রণা যত"

চিৎকার দিয়ে বললাম 
আমি কি কোনো ভুল করেছিলাম??? 
আমি কি অপরাধ করেছিলাম???
আমি শুধু ভালোবেসেছিলাম।।

লেখক সংক্ষেপ : 
২০০৩ সালের ৩ জানুয়ারী এই পৃথিবীকে আলো করে এসেছেন কবি বিভাবরী। এই দিন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের সাধারণ এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিভা বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। এই অল্পবয়সেই লেখালেখির মাধ্যমে অর্জন করেছেন অসামান্য খ্যাতি।

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন