কবিতা          :         বিসর্জন
কবি              :         কাদম্বরী
গ্রন্থ               :         
প্রকাশকাল    :         
রচনাকাল     :         

তরুণ লেখিকা কাদম্বরীর “বিসর্জন” শিরোনামের এই অনবদ্য কবিতাটি সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি গ্রুপ থেকে নেয়া হয়েছে। তার এই কবিতাটি অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে তা জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে। 
বিসর্জন || কাদম্বরী
বিসর্জন || কাদম্বরী

বিসর্জন || কাদম্বরী


আজ চোখের বাঁধ ভেঙেছে, 
জল জমেছে বুকে
আয় ছুটে আয়, আয় না রে মা, 
ঝাপ দে মনের সুখে।

তোর গায়ের কালো মাখুক জলে,
শ্রান্ত বুকের কৌতূহলে, 
আর হলাহল চাই না রে,
শুধু মা নাম ফুটুক মুখে।
আয় ছুটে আয়, আয় না রে মা, 
ঝাপ দে মনের সুখে।

বিসর্জনেই আসুক না হয় আমার বুকে ভোর,
শীতল জলে উঠুক জেগে চরণকমল তোর।
সেই পাঁজর ভাঙা পুকুর ঘাটে, 
জবা ফুলের রাজ্যপাটে,
আমি আকাশ, মাটি, বাতাস থেকে
শুধু মা নাম নেবো টুকে। 

আয় ছুটে আয়, আয় না রে মা, 
ঝাপ দে মনের সুখে।
আজ চোখের বাঁধ ভেঙেছে, 
জল জমেছে বুকে।

লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন