কবিতা          :         ভালোবাসা
কবি              :         সুনীল গঙ্গোপাধ্যায়
গ্রন্থ               :         বন্দী জেগে আছো
প্রকাশকাল   :         ১৯৫৮ খ্রীস্টাব্দ
রচনাকাল     :         
 
বহুল পরিচিত বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের “ভালোবাসা” শিরোনামের এই কবিতাটি তার ‘বন্দী জেগে আছো’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। এই বইটি ১৯৫৮ খ্রীস্টাব্দে প্রকাশ করা হয়েছে। কবি তার এ কবিতায় প্রেম ও কামের পার্থক্যকে তুলে ধরেছেন।
ভালোবাসা || সুনীল গঙ্গোপাধ্যায়
ভালোবাসা || সুনীল গঙ্গোপাধ্যায়

ভালোবাসা || সুনীল গঙ্গোপাধ্যায়


ভালোবাসা নয় স্তনের ওপরে দাঁত?
ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ?
ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ?
ভালোবাসা মানে রক্ত চেটেছে বাঘ!

ভালোবাসা ছিল ঝর্ণার পাশে একা
সেতু নেই আকাশে পারাপার
ভালাবাসা ছিল সোনালি ফসলে হওয়া
ভালোবাসা ছিল ট্রেন লাইনের রোদ।

শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুক
অপর বহুতে মাথা রেখে আসে ঘুম
ঘুমের ভিতরে বারবার বলি আমি
ভালোবাসাকেই ভালবাসা দিয়ে যাবো।

লেখক সংক্ষেপঃ
বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার এই প্রথিতযশা সাহিত্যিক মৃত্যুর আগ পর্যন্ত চার দশক ধরে সাহিত্যের চর্চা করে গেছেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। এই ক্ষণজন্মা সাহিত্যিক ২০১২ সালের ২৩ অক্টোবর হৃদযন্ত্রজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন।

কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন