কবিতা : সেলফি
কবি : আসমা অধরা
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি আসমা অধরার “সেলফি” শিরোনামের এই কবিতাটি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তার এই অনবদ্য কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে তা জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
সেলফি ।। আসমা অধরা |
সেলফি || আসমা অধরা
যে চুমুতে ধ্বসে যায় গরিমাচূড়ো,
তাকে বলুন মহামান্য, খুনের বর্ণনা
পাথরের চোখ, কাঠের চশমা, ঘোড়ার পা
মরুতে বিচ্ছুরণ বিকশিত না কী বিস্ফোরণ
এসব প্রশ্নে লাস্যের রীতি বদলায় কেবল।
শবমিছিলের মাথায় বজ্রপাত হলে
শীত গরম উবে যায়; তবু অকারণেই
পাখি গো- ডানা ঝাপটাচ্ছেন শুধুশুধু।
বুকের ভেতর কাদা, হাঁটু জল, সাঁতার নাই
বুকের ভেতর দরিয়া, কূল কিনার নাই
বুকের ভেতর তেপান্তর, তার রাখঢাক নাই
বুকের ভেতর, ছাপ্পান্ন হাজার বর্গমাইল
এই সব ছায়ার উপর আস্ত ট্রাক চলে গেলে
শরীর থেতলে যায় না, এসব রাস্তার নাম
অযথাই সরনী। জীবন্ত মানুষ ইতিহাস হলে
মৃতের মিছিলে আবার বিদ্যুৎপৃষ্ট হয় চোখ।
আলতো করে চুমু দিন মহামান্য, গরিমা ঝলসাক
তাকে বর্ণনা করুন একটি নিখুঁত খুনের পরিকল্পনা।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন