কবিতা          :         রাই 
কবি             :         নিষুপ্ত সাগর
গ্রন্থ              :         
প্রকাশকাল     :         বইমেলা ২০২০
রচনাকাল       :         
 
তরুণ কবি নিষুপ্ত সাগরের “রাই” শিরোনামের এই কবিতাটি তার 'জন্মান্ধ পেঁচা' কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। তার এই গ্রন্থটি ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।
রাই || নিষুপ্ত সাগর
রাই || নিষুপ্ত সাগর

রাই || নিষুপ্ত সাগর


তুমি যেনো সেই ফুল যার ঘ্রাণে আমি

আহত পাখির মতো দমে দমে ঘামি!
বিহ্বল চোখ আর গায়ে নুন জল,
জলের ভেতরে জ্বলে প্রেমের অনল! 
অনলের বুকে ফোটে পাখির পালক, 
পালকে মাখায়ে রাখি পরাণের শোক। 
শোকের সাগরে ভাসা তুমি সেই ফুল,
যে ফুলে দেখেছি প্রেম ভীষণ আকুল। 
আকুল পরান রয় জেগে রাত ভোর, 
রাতের বাতাসে ভাসে জীবনের ঘোর!
এ জীবন ভালো লাগে যদিও মরণ
অপেক্ষা করে থাকে, গোনে দিন-ক্ষণ।
ক্ষণিকের জীবন তো ভোরের শিশির 
জমে থাকা ঘাসে যেনো স্বপ্নের ভিড়। 
স্বপ্নেরা থমকায়- যেনো বুনো পাখি,
উড়ে যায় নির্মোঘ, পরে থাকে ফাঁকি। 
ফাঁকি দেয় ভালোবাসা- তৃষিত পরাণ, 
আমি তবু গেয়ে যাই জীবনের গান। 
খুঁজে নেই জলাভূমি, নদী, জল, ফুল; 
ভুলের নৃপতি আমি- তুমি সেই ভুল!

লেখক সংক্ষেপ:

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন