উপন্যাস       :         অধ্যায়টা তুমিময়
লেখিকা        :         জান্নাতুল ফেরদৌস সিমরান
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         ২৯ অক্টোবর, ২০২২ ইং

লেখিকা জান্নাতুল ফেরদৌস সিমরানের “অধ্যায়টা তুমিময়” শিরোনামের এই ধারাবাহিক উপন্যাসটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। ‘কবিয়াল’ পাঠকদের জন্য উপন্যাসটি পর্ব আকারেই প্রকাশিত হবে। লেখিকা অনবদ্য এ উপন্যাসটি ২০২২ সালের অক্টোবরের ২৯ তারিখ থেকে লেখা শুরু করেছেন।

অধ্যায়টা তুমিময় || জান্নাতুল ফেরদৌস সিমরান
অধ্যায়টা তুমিময় || জান্নাতুল ফেরদৌস সিমরান

২ পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন

অধ্যায়টা তুমিময় || জান্নাতুল ফেরদৌস সিমরান (পর্ব - ০৩)

মিষ্টি আপুর বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।অনেকক্ষন যাবত বসে আছি।আপু এখন ও পার্লার থেকে আসে নেই।আমার পাশে আপুর একটা ফ্রেন্ড বসে আছে।আমি উনার সাথে টুকটাক কথা বলছিলাম। আপু যথেষ্ট ভালো মনের মানুষ। তার সাথে কথা বলতে বলতেও মিষ্টি আপুর আগমন ঘটে। হলুদ শাড়িতে তাকে খুব সুন্দর লাগছে।তিনি স্টেজে যেয়ে বসেন।অনুষ্ঠান শুরু করা হয়।
আমি তাকে হলুদ লাগাতে যেয়ে কয়টা ছবি তুলে নেই।
_আমি ছবিগুলো ভাইয়াকে পাঠিয়ে দেই।ঠিক আসে?
মিষ্টি আপু লাজুক হাসি দিলেন।
তারপর এই তার দেবর আর ননদরা আসে।বড় কেউ আসে নাই।আমি স্টেজ থেকে নেমে চেয়ারে যেয়ে বসি।মিষ্টি আপুর বান্ধুবিরা আমাকে জিজ্ঞেস করছে।
_এই মিষ্টি দেবর কোনটারে!!?
_আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম।
সবাই তাকে ঘিরে ধরলো।তাদের মধ্যে একজন আফিফ এর গা ঘেষে বসে পরলো।তারপর তার গায়ে ক্যাতুকুতু দিতে লাগলো।আর আপুর দেবর ও তাকে চিমটি কাটছে।
আমি দূরে দাড়িয়ে এদের কান্ডকারখানা দেখছি।যে মেয়েটা এমন ঘেষাঘেষি করছে ওই মেয়েটা নাকি আফিফকে অনেক ভালোবাসে।এমনটা মিষ্টি আপু বলেছিল।এখন দেখছি আপুর এই বদ দেবরটাও ব্যাপারটা ভালোই লাগছে।
আমার ব্যাপারটা খুব খারাপ লাগলো।
_আপনাকে হয়তো আমার কখনো পাওয়া হবে না আফিফ।আপনিও যে এই মেয়েটাকে ভালোবাসেন।আমি আপনাদের মাঝে এসে পরেছি। আমি আর ভুলেও আপনার দিকে তাকাবো না।কপালে থাকলে আল্লাহই আপনাকে আমার কাছে আনবে।না হয় আমি ধরে নিবো আপনি কখনো আমার ছিলেন না।


আমি ছাদ থেকে নিচে চলে আসলাম। নিচে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া করলাম।রাজ যাবে না বাসায়।তাই আমিও গেলাম না।আজকে রাতে এখানেই থাকবো। আম্মু চলে যায়।উপরে যেয়ে দেখি মিষ্টি আপু তার দেবর এর সাথে ডান্স করছে।আফিফ লজ্জা পেয়ে বার বার সরে আসছে।মিষ্টি আপু তাকে আবার টেনে নিচ্ছে।একটা পর্যায় আফিফ জোর করে হাত ছাড়িয়ে চলে আসে।
নাচ শেষে ওরা খাওয়া দাওয়া করে চলে যায়।
আমি আর মিষ্টি আপু একসাথে ঘুমাই।
মিষ্টিঃজানিস আজকে কি হয়েছে!?
সিমরানঃকি হয়েছে?
মিষ্টিঃলামিয়া আফিফ এর সাথে বেশি চিপকা চিপকি করছিলো।পরে আফিফ লামিয়ার হাতে জোরে চিমটি কেটে সবার সামনে লজ্জাজনক কথা বলে।
সিমরানঃকি কথা!?
মিষ্টিঃবলে ~এই।মেয়ে তোমার কি লজ্জা করা না একটা পরিচিত ছেলের গায়ে হাত দাও।
পরে লামিয়া লজ্জা পেয়ে উঠে চলে যায়।
কথাটা শুনে ভালো লাগলো।
সিমরানঃতার মানে আফিফ ওই আপুকে পচ্ছন্দ করে না।
মিষ্টিঃনা। আফিফ ওরে একটুও পচ্ছন্দ করে না।ওই আফিফ এর পিছনে লেগে থাকে।
সিমরানঃওহ। 
আমি আর মিষ্টি আপু শুয়ে পরি।কালকে বিয়ে। অনেক কাজ আছে।
আফিফ~
ভাবির বান্ধুবিগুলো কেমন জানি।আজিব।একতো কথা নাই বার্তা নেই গায়ে হাত দিয়ে কথা বলে।এ কেমন ফাইজলামি।তার উপর আমাকে প্রপোজই করে বসলো।ভাবিতো ব্যাপারটা জানেও না।
আফিফ এর মনে পরে গেলো।ওই সময় লামিয়াকে কথা শোনানোর পর যখন নিচে নেমে আসছিলো।তখন লামিয়া কাদতে কাদতে আফিফ এর সামনে এসে দাঁড়ায়।
ফ্ল্যাশব্যাক ~
লামিয়াঃতুমি কি বুঝো না আফিফ?আমি তোমাকে ভালোবাসি।কেন আমাকে কষ্ট দাও।
আফিফঃকিন্তু আমি তোমাকে ভালোবাসি না।
লামিয়াঃকেন ভালোবাসো না। কারনটা কি!?
আফিফঃকারন তুমি আমার সমবয়সি কয়দিন পরই তোমাকে বিয়ে দিয়ে দিবে।
লামিয়াঃআমি বাসায় তোমার কথা বলবো।


আফিফঃকিন্তু আমি বেকার।আমার কাছে তোমার ফ্যামিলি বিয়ে দিবে না।তুমি ভালো একটা ছেলেকে বিয়ে করে খুশি থাকো।
লামিয়াঃআমার তোমাকেই লাগবে। আর কাউকে না।
আফিফঃআমি অন্য কাউকে ভালোবাসি। আমার গার্লফ্রেন্ড আসে।
লামিয়াঃআমি মানি না। তুমি মিথ্যা কথা বলছো।
লামিয়া আফিফকে জড়িয়ে ধরে। আফিফ লামিয়াকে ঝাটকে দিয়ে সরিয়া ফেলে।
আফিফঃতুমি কি পাগল লামিয়া।আমার গার্লফ্রেন্ড মাইন্ড করবে।
লামিয়াঃঠিক আসে। তাহলে আমাকে ছবি দেখাও তোমার গার্লফ্রেন্ড এর।
আফিফঃআমি ভালোবাসার মানুষ এর ছবি কাউকে দেখানো জরুরি মনে করি না।
আফিফ আর উপরে না যেয়ে ডিরেক্ট বাসায় এসে পরে।
অতিত থেকে ফিরে আসে আকাশ এর ডাকে।
আকাশঃকি রে আফিফ!ঘুমাবি না??কালকে কত কাজ আছে!
আফিফঃহুম। ভাইয়া।তুমিও ঘুমিয়ে পরো।

আপনার পছন্দের গল্পের নাম কমেন্টে জানান 


চলবে ...


৪ পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন


লেখক সংক্ষেপ:
তরুণ লেখিকা জান্নাতুল ফেরদৌস সিমরান সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে তিনি নিজের সম্পর্কে লিখেছেন, আমি আমার মতো। আমি কারো মতো না। আমি আমিতেই পারফেক্ট। যারা আমাকে এমনভাবে গ্রহণ করতে পারবে, তারাই আমার আপন।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন