কবিতা : তোমার স্তন
কবি : জাহিদুল ইসলাম সবুজ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি জাহিদুল ইসলাম সবুজ “তোমার স্তন” শিরোনামের এই কবিতাটি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন কবিতাটি পাঠকদের জন্য প্রকাশ করতে। তবে তিনি এ কবিতাটি কখন অথবা কবে নাগাদ লিখেছেন তা জানাননি।
![]() |
তোমার স্তন || জাহিদুল ইসলাম সবুজ |
তোমার স্তন || জাহিদুল ইসলাম সবুজ
তোমার অল্পবয়েসি স্তনের পরতে পরতে
আমার মৃত্যু।
তোমার স্তনের বোটায় মৃগনাভীর সুগন্ধের পসরা।
তোমার স্তনের দুলুনিতে
ধরণী কেপে ওঠে থেকে থেকে।
স্তনযুগল তোমার খোলা আদিম থাকার সময়,
আমি নেশায় পাগল হয়ে যাই।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন