কবিতা : আগুন কিংবা অভিমান
কবি : শিমুল চৌধুরী ধ্রুব
গ্রন্থ : নিষিদ্ধ পাণ্ডুলিপি
প্রকাশকাল : বইমেলা ২০২০
রচনাকাল : ০৫ই মার্চ, ২০১৯ ইং
বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুব “আগুন কিংবা অভিমান” শিরোনামের এই কবিতাটি তিনি এবস্ট্রাক্ট ফর্মে লিখেছেন। অনবদ্য এ কবিতাটি তার প্রকাশিত কব্যগ্রন্থ “নিষিদ্ধ পাণ্ডুলিপি” থেকে নেয়া হয়েছে। তিনি এ কবিতাটি ২০১৯ সালের ৫ই মার্চ বরিশালে বসে লিখেছেন।
![]() |
আগুন কিংবা অভিমান || শিমুল চৌধুরী ধ্রুব |
1111111111111111111111
আগুন কিংবা অভিমান || শিমুল চৌধুরী ধ্রুব
স্বতঃ ভুলে যেভাবে আত্মহুতি দিচ্ছে কিট কিংবা পতঙ্গেরা
ঠিক যেমন করে ঝাপ দিয়েছিলাম তোমার ভেতর।
যে আগুনটা জ্বালবো বলে ডুবে ছিলাম,
সে আগুনটায় নিজেই জ্বলছি ফের অপরিণত সম্ভাবনায়
ধরো প্রেমবয়সী একটা নদী, ওপার তুমি এপার আমি
তুমি শুধু ভাঙচুর বেগে সুজলা সুফলা গড়ছো কেবল
আমি শুধুই শব্দ করে হুড়মুড়িয়ে ভাঙ্গছি দখল।
নদীটারে কেউ চেনে নামে, কেউ চেনে প্রেমে,
আমি চিনি প্রেমে কিংবা অভিমানে!
অথচ তুমি চেনো শুধুই ভুলে।
আমি তো আর অলৌকিক স্রষ্টা নই
আমি তো কোরআন লিখিনি
কোরআন, বেদ, বাইবেলেও
মস্ত, মস্ত ভুল পাওয়া যায়।
আমারতো ভুল হতেই পারে!
এবেলায় শুদ্ধ করে দেখো স্মৃতির ভুল ত্রুটি
তবেই নাহয় পড়ে দেখ
আমিও কেমন সুপাঠ্য বই।
০৫ই মার্চ, ২০১৯
রাত ০৪:৩০
বরিশাল সদর, বরিশাল
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান
যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।
লেখক সংক্ষেপ:
কবি শিমুল চৌধুরী ধ্রুব তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপিতে' নিজের পরিচিতি সম্পর্কে লিখেছেন ❝নাম, ধাম, বয়স, জন্ম, সময়-বিবিধের বেড়াজালে আমি কোনোদিন হারাতে চাইনি এবং ভবিষ্যতেও চাইনা। বইয়ের শেষ পৃষ্টা উল্টিয়ে কবি'র পরিচয় পাওয়া কি আদৌ সম্ভব! কবি যুবক নাকি বৃদ্ধ, ধনী নাকি দরিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিনা, এসব আমার কাছে বরাবরই অপ্রাসঙ্গিক। কবির পরিচয় নিহিত থাকে মূলত তার সন্তানসম কবিতায়।আমার পরিচয়ের কথা যদি বলতেই হয়, সেক্ষেত্রে আমি অতি সাধারণ এবং নগন্য এক মানুষ। এর বাইরে দেবার মতো পরিচয় আমার নেই।❞
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন