কবিতা          :         অসভ্য কবিতা
কবি              :         শিমুল চৌধুরী ধ্রুব
গ্রন্থ               :         নিষিদ্ধ পাণ্ডুলিপি
প্রকাশকাল   :         বইমেলা ২০২০
রচনাকাল     :         ০৬ জানুয়ারি, ২০১৮ইং

বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুব “অসভ্য কবিতা” শিরোনামের এই কবিতাটি এবস্ট্রাক্ট ফর্মে লিখেছেন। অনবদ্য এ কবিতাটি তার প্রকাশিত কব্যগ্রন্থ “নিষিদ্ধ পাণ্ডুলিপি” থেকে নেয়া হয়েছে। তিনি এ কবিতাটি ২০১৮ সালের ৬ই জানুয়ারি মাঝরাতে ঢাকার মীরবাগে বসে লিখেছেন।
অসভ্য কবিতা || শিমুল চৌধুরী ধ্রুব Bangla Kobita - Kobiyal - Drubo Chowdhury
অসভ্য কবিতা || শিমুল চৌধুরী ধ্রুব

1111111111111111111111

অসভ্য কবিতা || শিমুল চৌধুরী ধ্রুব

প্রিয়তমা,
তোমার গর্ভে যে নিষিক্ত ভ্রুনটি বড় হচ্ছে ক্রমশ
সে একটি অসভ্য কবিতা।
ভূমিষ্ঠ হওয়ার পর সেই হয়তো পায়ের নিচে দুমড়ে-মুচড়ে দেবে
তোমাদের কথিত সভ্যতাকে।

অদম্য সাহসে চিৎকার করে বলবে
আমরা স্বাধীন...

তখনো হয়তো তোমার শরীরে
মাতাল উন্মাদনায় মত্ত থাকবে
আমার মতই কোন মেরুদণ্ডহীন পিতা

০৬ জানুয়ারি, ২০১৮ইং
০১ঃ৪০ রাত
মীরবাগ, ঢাকা।

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান

যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।



লেখক সংক্ষেপ:
কবি শিমুল চৌধুরী ধ্রুব তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপিতে' নিজের পরিচিতি সম্পর্কে লিখেছেন ❝নাম, ধাম, বয়স, জন্ম, সময়-বিবিধের বেড়াজালে আমি কোনোদিন হারাতে চাইনি এবং ভবিষ্যতেও চাইনা। বইয়ের শেষ পৃষ্টা উল্টিয়ে কবি'র পরিচয় পাওয়া কি আদৌ সম্ভব! কবি যুবক নাকি বৃদ্ধ, ধনী নাকি দরিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিনা, এসব আমার কাছে বরাবরই অপ্রাসঙ্গিক। কবির পরিচয় নিহিত থাকে মূলত তার সন্তানসম কবিতায়।

আমার পরিচয়ের কথা যদি বলতেই হয়, সেক্ষেত্রে আমি অতি সাধারণ এবং নগন্য এক মানুষ। এর বাইরে দেবার মতো পরিচয় আমার নেই।❞

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন