কবিতা : অনোমা : বিশ্বব্রহ্মাণ্ডে রেখে যাওয়া একটি নাম
কবি : জয়া বড়ুয়া
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : জানুয়ারি, ২০২৫ ইং
তরুন কবি জয়া বড়ুয়ার লেখা ‘অনোমা : বিশ্বব্রহ্মাণ্ডে রেখে যাওয়া একটি নাম’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। তিনি কবিতাটি ২০২৫ সালের জানুয়ারি মাসে কক্সবাজারের রামুতে বসে লিখেছেন। তার এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| অনোমা : বিশ্বব্রহ্মাণ্ডে রেখে যাওয়া একটি নাম || জয়া বড়ুয়া |
অনোমা : বিশ্বব্রহ্মাণ্ডে রেখে যাওয়া একটি নাম || জয়া বড়ুয়া
সতেরো বছরের এক বিকেলে
শালিক ডেকেছিল বিদ্যুতের তারে,
রিকশার শব্দে থেমে গিয়েছিলাম আমরা;
ভবিষ্যৎ তখন দু’জনের মাঝেই বসে ছিল।
কত সহজ ছিল স্বপ্নগুলো,
হালকা হাসিতেই বিয়ে হয়ে যেত,
প্রেমের শুরুটা ছিল
নাম না জানা এক নিঃশব্দ অঙ্গীকার।
দশ মাসের সংসার
সময়কে ধরে রাখতে পারল না;
অভ্যাসের ভেতরেই ভেঙে পড়ল স্বপ্নের দেয়াল।
পৃথিবী তোকে রাখল না;
তুই চলে গেলি বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও,
ডাক দিলে যার উত্তর আসে না।
শালিক দেখলেও এখনো
রিকশার শব্দ ফিরে আসে বুকের ভেতর,
সতেরোর সেই বিকেল হঠাৎ বেঁচে ওঠে।
অনোমা,
তুই আর এখানে নেই—
রয়ে গেছিস
বিশ্বব্রহ্মাণ্ডে
রেখে যাওয়া
একটি নাম।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
জয়া বড়ুয়া’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
জয়া বড়ুয়ার পরিচিতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন