কবিতা : শীত, আগুন ও না–পাওয়া প্রেম
কবি : জয়া বড়ুয়া
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ১৬ ডিসেম্বর, ২০২৫ ইং
শীত, আগুন ও না–পাওয়া প্রেম || জয়া বড়ুয়া
শীতের সন্ধ্যা নামে,
ঠান্ডা এসে শরীর ছুঁয়েও
জমে উঠতে পারে না—
ভেতরে তখন অন্য এক ঋতু,
নিঃসঙ্গতার উষ্ণ কাঁপন।
সুপারির পাতায় ধরা আগুন
কেবল তাপ নয়,
সে যেন মুহূর্তের আশ্রয়—
জ্বলে উঠে নিভে যাওয়া জীবনের
ক্ষুদ্র এক অনুশীলন।
লাল শিখার পাশে বসে
আমরা হাত সেঁকতে সেঁকতে
নিজেদের ভাঙা সময় গুনি।
ধোঁয়া উঠলে
সবকিছু ঝাপসা হয়ে যায়,
ধোঁয়ার ফাঁকে ফাঁকে
একটা মুখ ভেসে ওঠে—
অর্ধেক আলো, অর্ধেক স্মৃতি,
যাকে ছুঁলে ছাই হয়ে যাবে,
তবু চোখ ফেরানো যায় না।
আমরা গানে গানে
মৃত্যু তৈরি করি—
প্রতিটি সুরে একটুখানি করে শেষ হই,
আবার সেই শেষের ভেতর থেকেই
একা বেঁচে থাকার গান জন্ম নেয়।
এই গান কারও জন্য নয়,
শুধু টিকে থাকার জন্য।
প্রেমের জন্য আকুতি
কণ্ঠে জমে থাকে দীর্ঘশ্বাসের মতো,
কিন্তু প্রেম আসে না—
সে হয়তো অন্য কোথাও
উষ্ণ কোনো জীবনের ভেতর ব্যস্ত।
প্রেমহীন জীবন তাই
শীতের রাতের মতো দীর্ঘ,
নীরব, অথচ জ্বলন্ত।
শীতের সন্ধ্যায়
ঠান্ডা আমাদের জমাতে পারে না,
আমরা আগুনে গরম হই না—
আমরা শুধু
ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে
নিজেদের মুখ খুঁজে ফিরি।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
জয়া বড়ুয়া’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
জয়া বড়ুয়ার পরিচিতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন