কবিতা : মালের আড়ৎ
কবি : নবারুণ ভট্টাচার্য
কাব্যগ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
খ্যাতিমান লেখক নবারুণ ভট্টাচার্যর “একটি ফুলকির জন্য” শিরোনামের এই কবিতাটি অনলাইন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। তবে এ লেখার সময়, অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
একটি ফুলকির জন্য || নবারুণ ভট্টাচার্য |
একটি ফুলকির জন্য || নবারুণ ভট্টাচার্য
একটা কথায় ফুলকি উড়ে, শুকনো ঘাসে পড়বে কবে
সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে
কাটবে চিবুক - চিড় খাবে বুক
লাগাম কেড়ে ছুটবে নাটক
শুকনো কুয়োয় - ঝাঁপ দেবে সুখ
জেলখানাতে স্বপ্ন আটক
একটা ব্যথা বর্শা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে
সারা শহর রক্ত লহর আশ মিটিয়ে যুদ্ধ হবে
ছিঁড়বে মুখোশ, আগ্নেয় রোষ
জুলবে আগুন, পুতুল নাচে
ভাঙবে গরাদ, তীব্র সাহস
অনেক ছবি, টুকরো কাচে
একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে।
লেখক সংক্ষেপ :
১৯৪৮ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন কবি নবারুণ ভট্টাচার্য। তিরি বিখ্যাত নাট্যকার-অভিনেতা বিজন ভট্টাচার্য ও সাহিত্যিক মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান। নবারুণ ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রথাবিরোধী লেখক। তিনি তার বহুমাত্রিক শৈল্পিক সত্ত্বার মিশ্রণে নিজস্ব একটি সাহিত্য ঘরানার তৈরি করছিলেন। ২০১৪ সালের ৩১ জুলাই এই খ্যাতিমান সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন