কবিতা : নারী শব্দের সমার্থক শব্দ?
কবি : শাহিদা ফেন্সী
প্রকাশকাল :
তরুণ লেখিকা শাহিদা ফেন্সীর “নারী শব্দের সমার্থক শব্দ?” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। এই লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
নারী শব্দের সমার্থক শব্দ? || শাহিদা ফেন্সী |
নারী শব্দের সমার্থক শব্দ? || শাহিদা ফেন্সী
আমি বেশ্যা খানকি মাগী পতিতার প্রতিনিধি,
কেননা এ সমাজে নিজ প্রজাতি রক্ষায়, অন্য প্রাণীর
মতোই দুই স্তন, এক যোনি নিয়ে জন্মেছি আমি।
এরা আমার কামক্ষুধা মেটায় এ মিথ্যে নয়
তার’চে বড় সত্য এরা আমায় পুরুষের খাদ্য বানায়!
তবে কারো আঁতে ঘা দিলে পরে, আমি হয়ে যাই বেশ্যা!
প্রতিবাদ মুখর হলেই আমি ‘মাগী’
অধিকার আদায়ে সোচ্চার হলে কণ্ঠ আমার
আমি ‘খানকি’, আমার মা’ও হয়ে যান তাই!
সকল অন্যায্য কর্মের দায় আমার এই শরীরের
সকল অপকর্মের দায় আমার এই শরীরের
সকল লোলুপতার দায় আমার এই শরীরের
সকল ভর্ৎসনার দায় আমার এই শরীরের।
পুরুষ খুন করে হয়ে যায় ‘খানকির পো’
পুরুষ মাল খেয়ে হয়ে যায় ‘মাগীর পুত’
বেশ্যা পাড়া ঘুরে এসে হয়ে যায় ‘বেশ্যার ছা’
আর ভালোবাসার মানুষ ছুঁলেও নারী হয়ে যায় ‘পতিতা’!!
তারা পুরুষ, তারা মানুষ তারা পুত-পবিত্র পুত্র।
আমার জাগ্রত বিবেক বোধ বুদ্ধি মেধা মনন প্রেম
সকল কিছু ছাপিয়ে সত্য হয়ে ওঠে কেবল একটি স্থান
সে হলো আমার যোনি, আমি তার বাসিন্দা প্রতিনিধি
আমিই পতিতা বেশ্যা খানকি মাগী!!
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন