কবিতা : মালের আড়ৎ
কবি : মারজুক রাসেল
কাব্যগ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
জনপ্রিয় অভিনেতা ও কবি মারজুক রাসেলের “মালের আড়ৎ” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। তবে এ লেখার সময়, অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
মালের আড়ৎ || মারজুক রাসেল |
মালের আড়ৎ || মারজুক রাসেল
হালখাতা লাল মলাটের হয় কেন?
এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে প্রতিটি বছর আসে;
মৃত্যুও আসবে শুভসূচনায়।
বৈশাখশুরুতে মিষ্টিমুখ করে ও করায় আড়তদাররা-
মৃত্যুতেও মিষ্টিমুখ করে ও করায় জীবিতরা-
-নতুন হিসেব শুরু হয় আড়তে আড়তে-
শোনা যায়, বই পড়ে জানা যায়
নতুন হিসেব শুরু হয় ওপারেও-
ওপারে ভালো-মন্দদের খেলাখেলির পাশাপাশি মাঠ,
মাঝখানে বিশাল দেয়াল,
স্বপ্নে-দেখা-দেয়ালের উপর শূন্য আসনে বসে আছেন
শূন্য, মহাখালি-
ভাঙা স্বপ্নে বোঝা গেল না
কাদের খেলার প্রশংসায় তিনি দিচ্ছেন হাততালি।
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন