কবিতা : ৩৬৫ দিন
কবি : মৌসুমী দত্ত মজুমদার নীড়
গ্রন্থ :
প্রকাশকাল :
কবি মৌসুমী দত্ত মজুমদার নীড়ের “৩৬৫ দিন” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
৩৬৫ দিন || মৌসুমী দত্ত মজুমদার নীড় |
৩৬৫ দিন || মৌসুমী দত্ত মজুমদার নীড়
রাখি পূর্ণিমায় ভাসছে ঘর, ভাসছে ছাদের চারাগাছ।
ভাসছে পাখির সিম্ফনি, বুকের ওম।
কাঁটাতার পার হলেই আমাদের বাড়ি।
নক্ষত্রের ভ্রমণ শেষ হলে সে-ও আসে।
নাভিতে জমা রাখে বহু জন্মের স্বাদ।
শ্রাবণ নিয়ে আসেন মনসা দেবী
পদ্মপাতায় জমা রয় জ্যোৎস্না রাত, ত্রিনয়ন।
পাতাললোকের যাত্রা শেষ হলে পরে
সপ্তঋষি গান গায় একা একা।
পৃথিবী নতজানু হয় চাঁদের কাছে
খসে যাওয়া রাত গুম করে পৃথিবী সন্ন্যাস নেয়।
তিনশো পয়শট্টি দিন ঢের ভালো গেরুয়া বসনে।
রক্তজবার ঝোপে তুমি এঁকে রেখো ঠোঁট
আমিও একা হবো
আলতা ধুয়ে গেলে নিজেই হবো রাত
তিনশো পয়ষট্টি দিন একা একা।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন