কবিতা                    :        বিধৌত আত্মা ও ভেজা আকাশ
কবি                        :        মিথুন রায়
গ্রন্থ                         :          
প্রকাশকাল             :        

কবি মিথুন রায়ের “বিধৌত আত্মা ও ভেজা আকাশ” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
বিধৌত আত্মা ও ভেজা আকাশ || মিথুন রায়
বিধৌত আত্মা ও ভেজা আকাশ || মিথুন রায়

বিধৌত আত্মা ও ভেজা আকাশ || মিথুন রায়


অসংশোধিত আমিটুকু তুলে রেখেছি ভাঙা মন্দিরের নির্জনতায় 
এ-বেলায় চলো বিরহ-পুরাণের শেষ পৃষ্ঠা থেকে দুরস্ত চলনব্দি।
যেতে যেতে পাবে সম্রাজ্ঞীর সৃজনভঙ্গ কেশব্যুহের গোলাপ সরোবর,
মুণ্ডিত মস্তকের যৌবনা সেবাদাসী, মুঘলকন্যার দুর্ভেদ্য দেহপ্রাচীর
আর নগরী থেকে দূরে ধূসর তামাটে জ্যাকেট পরা এক অন্ধ গণক,
যার বুক এখন ক্লিষ্ট বুড়িগঙ্গা; চক্ষু ও আঙুলে চ্যুত মুদ্রার সমাচার।

সঙ্গী আমার, সংশোধিত পদযুগল, ভারবাহী দিনরাত্রির ঘোটক,
তিন কুলের পুষ্পক রথ—প্রক্ষালনের কালে আত্মস্নানের এই ঋতুবর্ষায়
ষড়রিপুর ঘাতক ব্যঞ্জনা থেকে দূরে, পাজরের গ্যারেজে নেই হাড়ের 
ঝঙ্কার, এমনই এক বনতাপসীর কুটির দ্বারে অবরোহনের সন্ধ্যা নামাও।
যে বনে এক ঋষিবালক আমি দাঁড়াবো বৃক্ষের মতো কয়েকশো শতক।
আমার শাখায় মস্তকে পরিযায়ীদের বসতি হবে। হবে বিশ্রামশালা। 

আমার ফুল হবে ওদের মুকুট, ফল হবে উৎসবের যৌথ ভোজ। 
অশোকের বুকের সবুজ হবে পাখিসাম্রাজ্য। সেই বুক থেকে 
বুলেটের মতো অপসারণ হবে অসংশোধিত আয়না ভগ্নাংশ। 
নটনিকৃষ্টরা অলকানন্দার তটে শুয়ে তখন শুকাবে 
বিধৌত আত্মা ও ভেজা আকাশ।

কবি সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন