গল্প : এবং বাবা
গল্পকার : শাহাদাত রাসএল
গ্রন্থ : জীবন এক সুস্বাদু হেমলক
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ লেখক শাহাদাত রাসএল'র “এবং বাবা” শিরোনামের এই ছোট গল্পটি তার ‘জীবন এক সুস্বাদু হেমলক’ গল্পগ্রন্থ থেকে নেয়া হয়েছে। তবে এ গল্পটি রচনার সময়-কাল ও অবস্থান এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
এবং বাবা || শাহাদাত রাসএল |
এবং বাবা || শাহাদাত রাসএল
কলাবাগান থেকে বাসে চড়েছি। সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। রাস্তায় খুব জ্যাম। আমার সামনের সিটে বসে এক মধ্যবয়সী পুরুষ জোরে জোরে বকবক করছে আর দেশের সিস্টেম আর ট্রাফিকজ্যামের গুষ্টি উদ্ধার করছে। একটু পরপর বাস ড্রাইভারকে লক্ষ করে বলছে "আরে মিয়া একটু সামনে আগাও, চিপাচুপা দিয়া জ্যামের থেকে বের হও। ড্রাইভিং সিটে বইসা কি ঘুমাইতাছো"। আমি চরম বিরক্ত। সহ্য করতে না পেরে হালকা ঝাড়ি দিলাম "ভাই একটু আস্তে কথা বলেন, আপনি তো বাসটা গরম বানাইয়া ফেলছেন"। লোকটা একটু থামলো। কাঁটাবনে এসে বাচাল লোকটার পাশের সিট খালি হলো, আমি বাচালের পাশে বসলাম। একটু পরেই বাচাল আমাকে বললো "কন ভাই এর কোন মানে হয়? জ্যামের তো একটা মাত্রা থাকা উচিত! আর ড্রাইভারটাও ঝিমাইয়া ঝিমাইয়া গাড়ি চালায়, হারামজাদা ট্রাফিক আর ড্রাইভার দুইটারেই থাপড়ানো উচিত। এভাবে গাড়ি যদি চলে তবেতো এরচেয়ে হেঁটে যাওয়া ভালো"। এমনিতেই গরম চরমে তার উপর বাচালের বকবক। দিলাম আরেকটা ঝাড়ি "আরে ভাই আপনার না পোষালে বাস থেকে নেমে হেঁটে যান, এমনে গরম তার উপর আপনি বকবক করেই যাচ্ছেন। সমস্যা তো সবারই হচ্ছে কেউ আপনার মতো চিৎকার করছে? দয়া করে একটু থামেন"।
লোকটা জানালার দিকে তাকিয়ে বিরবির করে কিছু বললো। তার উচ্চস্বর নিচু হলো। একটু পরে বাচালের মোবাইলে একটা কল আসলো। বাচাল মোবাইলে আবার উচ্চস্বরে কথা বলতে শুরু করলো। বাচাল বলছে "হ্যা হ্যা আব্বু শুনতে পাচ্ছো? এইযে আব্বু আমি চলে আসতেছি। তুমি স্কুল থেকে বের হইওনা, স্কুলের গেইটের ভিতরে থাকো। কি তুমি স্কুল থেকে বের হইছো কেন? রাস্তায় অনেক গাড়ি তুমি আবার স্কুলের ভেতরে যাও। এইযে আব্বু চলে আসছি আর একটু সময় লাগবে, আমি মৎসভবন চলে আসছি। আহারে আব্বু তুমি স্কুলের ভেতরে যাও বাহিরে প্রচন্ড রোদ, তোমার রোদ লাগবে। আমি আসতেছি"।
আমি বাচাল বাবাটার দিকে তাকিয়ে আছি। বাচাল বাবাটা ফোন রেখে উঠে দাঁড়ালো। সামনের দিকে উঁকি দিয়ে রাস্তার অবস্থা দেখলো। আমি বাচাল বাবাটাকে দেখছি। সে আমাকে বললো "ভাই একটু সাইড দেন, হেঁটেই যাই"।
আমি সাইড দিলাম, তবুও সে বের হতে গিয়ে আমার পায়ে পাড়া দিলো। সে বললো, "সরি ভাই লেগে গেছে”
আমি বললাম "আমিও অনেক সরি ভাই"
সে বললো "আপনি সরি কেন? "
আমি জবাব দিলাম "আমি সরি কারন, আমার বাবা বেঁচে নেই "
লোকটা আমার জবাব শুনলো কিনা জানিনা। সে দ্রুত বাস থেকে নেমে গেলো। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাচাল বাবাটা মৎসভবন থেকে কাকরাইলের রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে।
আমার মাথায় কেবল একটা কথাই ঘুরছে
"আমার বাবা বেঁচে নেই। অনেক বছর হয়ে গেলো আমি আর আমার বাবা কেউ
কারো জন্য অপেক্ষা করিনা। আমরা কেউ কারো দিকে ছুটে যাইনা। না হয়
থাকতো এর মতো বাচাল একটা বাবা, মানুষের পায়ে পাড়া দিয়ে সরি বলা
বাবা, ট্রাফিক আর ড্রাইভারকে থাপড়াতে চাওয়া বাবা, তবুও তো বাবা.. যদি
থাকতো। কিন্তু নেই। "
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন