কবিতা         :         প্রতিবাদ
ভাষান্তর       :         আরিফ রেজা
মূল কবি       :         মার্টিন নিম্যোলার
গ্রন্থ             :         
প্রকাশকাল     :         
রচনাকাল      :         

তরুণ কবি কালপুরুষের “প্রতিবাদ” শিরোনামের এই কবিতাটি মূলত অনুবাদ কবি। মূল কবিতাটি লেখা হয়েছিলো ইংরেজি ভাষায়। এটি লিখেছিলেন বিখ্যাত জার্মান ভাষার কবি ও  নাৎসিবিরোধী ধর্মযাজক মার্টিন নিম্যোলার। তার বিখ্যাত কবিতা 'First they came ...' থেকে ভাষান্তর করে কালপুরুষ এর নাম রেখেছেন “প্রতিবাদ”।
প্রতিবাদ || কালপুরুষ
প্রতিবাদ || কালপুরুষ


প্রতিবাদ || কালপুরুষ


প্রথমে তারা এসেছিল বিপ্লবীদের ধরতে
আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি বিপ্লবী ছিলাম না
এরপর তারা এসেছিল প্রগতিশীল শ্রমিকদের ধরতে
আমি প্রতিবাদ করিনি—
যেহেতু আমি শ্রমিক ছিলাম না
তারপর তারা এসেছিল ইহুদীদের ধরতে
এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি ইহুদীও ছিলাম না
শেষে তারা আমাকে হত্যা করতে এলো
যখন আমার পক্ষে কথা বলার জন্য
কেউ বেঁচে ছিল না।


লেখক সংক্ষেপ:
বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ কবি কালপুরুষের মূল নাম তরিকুল ইসলাম। তিনি লেখালেখির ক্ষেত্রে ছদ্মনাম হিসেবে 'কালপুরুষ' ব্যবহার করেন। কবি তার নিজের সম্পর্কে একটি গ্রন্থে বলেছেন, “যে দুপুরে আমাকে অস্বীকার করে রাতে, লুকিয়ে, সেও আমাকে পড়ে।” এছাড়া তার সম্পর্কে এখন অবদি তেমন কিছু জানা যায় নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন