উপন্যাস : তোমায় ঘিরে
লেখিকা : জান্নাতুল ফেরদৌস সিমরান
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ০৬ অক্টোবর, ২০২২ ইং
লেখিকা জান্নাতুল ফেরদৌস সিমরানের “তোমায় ঘিরে” শিরোনামের এই ধারাবাহিক উপন্যাসটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। ‘কবিয়াল’ পাঠকদের জন্য উপন্যাসটি পর্ব আকারেই প্রকাশিত হবে। লেখিকা অনবদ্য এ উপন্যাসটি ২০২২ সালের অক্টোবরের ৬ তারিখ থেকে লেখা শুরু করেছেন।
![]() |
তোমায় ঘিরে || জান্নাতুল ফেরদৌস সিমরান |
৫২তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
তোমায় ঘিরে || জান্নাতুল ফেরদৌস সিমরান (পর্ব - ৫৩)
নবনি অফিসে একটা মেয়েকে নিয়ে প্রবেশ করে।আরাফ আর তানভীর একসাথে কিছু একটা করছিলো।
আরাফ তানভীরকে খোচা দিলো।
তানভীরঃহ্যা স্যার। বলুন।
আরাফঃতোর চাকরি শেষ। এখন তোর না খেয়েই থাকতে হবে।
তানভীরঃকেনো?আপনার চাকরি না হয় ছেড়ে দিলাম নবনি ম্যাম এরটাতো আসে।
আরাফঃসামনে তাকা।
তানভীর দেখে নবনি নতুন একটা মেয়েকে কাজ বুঝিয়ে দিচ্ছে।
তানভীর নবনির কাছে দৌড় দিলো।নবনি মেয়েটাকে নিয়ে কেবিনে ঢুকে পড়ে।
তানভীরঃম্যাম আসবো?
নবনিঃনা।
তানভীরঃম্যাম প্লিজজ।
নবনির সাথের মেয়েটা বললো ম্যাম আসতে দেন। বেচারা খুব অসহায় মনে হচ্ছে।
তানভীরঃএই মেয়ে। তোমাকে বলতে বলেছি?
মেয়াটাঃভালোর দাম নাই!দাঁড়িয়ে থাকুন। ম্যাম আসতে দিবেন না।
নবনিঃচুপ দুইটাই।তানভীর ভিতরে এসে কি বলার বলে চলে যাও।
তানভীর ঢুকার পরপরই সালাম ঢুকে পড়ে।
নবনিঃপারমিশন ছাড়া কেন ঢুকলেন?
সালাম ওরফে আরাফঃম্যাম আমিতো পানি দিতে আসছিলাম।পানি দেয়ার জন্যতো আর পারমিশন লাগে না। এটা সওয়াব এর কাজ।
নবনিঃহচ্ছেটা কি!তোমরা আমাকে পাগল বানিয়ে ফেলবে!কেনো এসেছো তোমরা?
তানভীরঃম্যাম এই মেয়ে কে?আপনি আমার চাকরি খেয়ে দিতে পারেন না।আমি খুব অসহায়।এই চাকরি গেলে আমি না খেয়ে মরবো আমাকে বের করবেন না।প্লিজ🥺
নবনিঃআমি কি বলছি বের করে দিবো?
তানভীরঃনা ম্যাম।আপনি কতো ভালো।কিন্তু আপনার পাশের সাতচুন্নিটা কে?
মেয়েটাঃ কত বড় সাহস।হোলা বিলাই আমাকে সাতচুন্নি বলে!
নবনিঃশাট আপ।এটা আমার অফিস মাছের বাজার না।
সবাই চুপ হয়ে গেলো।
নবনিঃএটা আমার নিউ পিএ।তানিয়া ইসলাম বিথি।আর তানভীর তোমাকে আমি বের করছি না।কিন্তু তোমার কাজে আমি স্যাটিসফাইড না তাই বিথীকে এনেছি।তুমি বিথীর এসিস্ট্যান্ট।
তানভীরঃআমি এই সাতচুন্নির এসিস্ট্যান্ট!! না ম্যাম। আমি এটা হতে পারবো না।আমাকে মাফ করুন। আমি সারাদিন আপনার পিছু পিছু ঘুরবো তাও এই শাস্তি দিয়েন না।
আরাফ তানভীর এর পায়ে জোরে বাড়ী মারলো।
তানভীরঃআয়াহহহহ।
নবনিঃকি হয়েছে?
তানভীরঃমশা কামড় দিয়েছে।
নবনিঃমশা কামড় দিলে এমন করতে হয়?
বিথীঃম্যাডাম আমার এসিস্ট্যান্টতো আমি এটাকে আদ পাগল থেকে মানুষ বানাবো। আমি টেনশন নিয়েন না।
তানভীরঃকিহহহ!!আমি আদপাগল?তুমি পুরা পাগলী।
বিথীঃমেয়েদের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন কেন!!
তানভীরঃতোমাকেতো আমি।
নবনিঃগেট আউট।আই সেইড গেট আউট অল।
তানভীর আর বিথী শুড়শুড় করে বেরিয়ে গেলো।নবনি মাথায় হাত দিয়ে বসে পড়লো।
নবনিঃমাথা ব্যাথা করে দিয়েছে দুইটা।সাপে নেউলের মতো।আল্লাহই জানে এই মেয়ে কি করে তানভীরকে গাড দিবে।এ তো সারাদিন ঝগড়া করেই কাটাবে।বাবা এটা কাকে পাঠালো!! (মনে মনে)
সালাম ওরফে আরাফঃম্যাম কফি খাবেন? মাথা ব্যাথা কমে যাবে।
নবনি মাথা উঁচু করে তাকালো।
নবনিঃতুমি যাও নাই?সবাইকে না যেতে বললাম!!
সালাম ওরফে আরাফঃম্যাম। আমিতো ঝগড়া করি নাই তাহলে আপনি আমাকে কেনো গেট আউট বলবেন!তাই যাই নাই।
নবনিঃউফফফ।যাও কফি নিয়ে আসো।
সালাম ওরফে আরাফঃওকে ম্যাম।
আরাফ চলে গেলো।
নবনিঃএই লোকটা এমন কেনো!নিজেকে কি ভাবে? একটা কথাও শুনে না আমার।আর এখন কফি আনতে গেসে! আমি কি বলসি কফি~
ওহ নো। ভালো কথা মনে পরেছে আমি এটা কি করে স্কিপ করে গেলাম।
সকাল আমি যে কফিটা তানভীর এর খেলাম সেটা Flat white ছিল।আর তানভীর বললো সে ব্লাক কফি পচ্ছন্দ করে।তাহলে সালাম তার জন্য FLAT WHITE কফি কেন আনবে?দুইটায় আসমান জমি তফাত।
FLAT WHITE কফিতো আরাফ এর পচ্ছন্দ। আরাফ খেতো এটা।তার মানে কফিটা আরাফ এর ছিল।তানভীর এর না।
আরাফ~
সালামঃআসবো ম্যাম?
নবনিঃহ্যা আসুন।
সালাম নবনির দিকে কফিটা বাড়িয়ে দিলো।নবনি কাপটা নিতেই সালাম চলে যাচ্ছিলো।
নবনি এখনো চিন্তায় ডুবে আছে। গরম কফি জিহবায় লাগতেই নবনি খেয়াল করে।
নবনি কফিটার দিকে তাকিয়ে দেখে কফি FLAT WHITE.
নবনিঃআরাফ!!!
সালামঃহ্যা বলো।
নবনির বুক ধক করে উঠলো।নবনি অবাক দৃষ্টিতে সালামে দিকে তাকায়।
সালামঃডাকছেন ম্যাম?
নবনিঃনা।যাও।
সালাম চলে গেল।
আরাফ বাইরে যেয়ে হাফ ছেড়ে বাচলো।
আরাফঃইয়া আল্লাহ! আমি এটা কি করলাম?নবনি পাখি বুঝে গেলো না তো!!
নবনিঃহচ্ছেটা কি!!সালাম কেন আরাফ এর মতো জবাব নিলো!!
আপনার পছন্দের গল্পের নাম কমেন্টে জানান
চলবে ...
৫৪তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
লেখক সংক্ষেপ:
তরুণ লেখিকা জান্নাতুল ফেরদৌস সিমরান সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে তিনি নিজের সম্পর্কে লিখেছেন, আমি আমার মতো। আমি কারো মতো না। আমি আমিতেই পারফেক্ট। যারা আমাকে এমনভাবে গ্রহণ করতে পারবে, তারাই আমার আপন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন