কবিতা                    :        প্রাপ্তিশূন্য
কবি                       :        তৃষিত হিয়া
গ্রন্থ                        :          
প্রকাশকাল               :        

তৃষিত হিয়ার “প্রাপ্তিশূন্য” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
প্রাপ্তিশূন্য || তৃষিত হিয়া
প্রাপ্তিশূন্য || তৃষিত হিয়া

প্রাপ্তিশূন্য || তৃষিত হিয়া


একটা প্রশস্ত জমিন চেয়েছিলাম।
সবুজ ঘাসে ঢাকা শক্ত জমিন।
বৃষ্টিতে কাদার মতোন গলে যাওয়া নরম জমিন।
যে জমিনে নিজেকে ছেড়ে দেওয়া যায় নিশ্চিন্তে।
যে জমিন উদার বাহু দিয়ে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।
একটা জমিন চেয়েছিলাম।
যে জমিনে মাথা রেখে চোখ বুজলে মনে হয়,
আর কোথাও যাবার নেই,
আর কিচ্ছু চাওয়ার নেই,
আর কিচ্ছু পাওয়ারও নেই।
এখানেই পৃথিবীর সমস্ত সুখ জড়ো করা আছে।
এখানেই সমগ্র জগত থমকে আছে।
আমি শুধু একটা জমিন চেয়েছিলাম।

একটাই জমিন,
যে জমিনে প্রবলবেগে আছড়ে পড়া যায়।
যে জমিনে মাথা রেখে হুহু করে কেঁদে ভাসানো যায়,
সুনামি বইয়ে দেওয়া যায় যে জমিনে,
মরুভূমির মতো করে সমস্ত সত্ত্বাকে শুষে নেয় যে জমিন,
আমি শুধু সেই জমিনটুকুই চেয়েছিলাম।
একটা মাত্র জমিন চেয়েছিলাম তোমাদের কাছে।
সারাদিনের সকল বিষাদ, বেদনা, ক্লান্তি-শ্রান্তি
নাই হয়ে যায় যে জমিনে মাথা রেখে,
সব রকমের ব্যার্থতা, অপমান, গ্লানি 
নিমিষেই মিলিয়ে যায় যেখানে এসে,
যে জমিনটুকু একান্তই আমার সম্পদ।
এক মালিকানায় আমিই যার একছত্র মালিক,
আমি শুধু একটা জমিন চেয়েছিলাম,
আমার আশ্রয়, আমার হাহাকার আর আর্তনাদের একমাত্র স্থান, 
আমার নিজেকে নিশ্চিন্তে লুকিয়ে রাখার একমাত্র নিরাপদ স্থল যে জমিন,
যে জমিনে নির্দ্বিধায় রোপণ করা যায় ভালোবাসা নামক শস্যবীজ!
আমি শুধু সেইটুকু জমিনই চেয়েছিলাম।
কিন্তু নিষ্ঠুর প্রকৃতি,
অথবা আমার ভাগ্য,
আমাকে তেমন কোনো জমিনের মালিকানা দেননি।।

কবি সংক্ষেপ : 
১৯৯৯ সালের ৩০ই নভেম্বর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগরাছড়ি জেলায় জন্মগ্রহণ করেন কবি তৃষিত হিয়া। তিনি স্থানীয় সরকারি একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর বেচে থাকার তাগিদে জীবনের প্রয়োজনে একটি পোশাক কারখানায় চাকুরি নেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন