কবিতা          :         নিষিদ্ধ পাণ্ডুলিপি 
কবি              :         মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

তরুণ লেখক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্’র “নিষিদ্ধ পাণ্ডুলিপি” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। কবি তার কবিতায় শক্তভাবে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন। তবে অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও কাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
নিষিদ্ধ পাণ্ডুলিপি || মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
নিষিদ্ধ পাণ্ডুলিপি || মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্


নিষিদ্ধ পাণ্ডুলিপি || মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্


এ শহরে বরং দুচারটি বেশ্যালয় বাড়ুক
কিছু সুপুরুষের আনাগোনায়,
মুখর হোক কিছু আঁধারের গল্প।

ধর্ষকদেরও একটা গতি হোক,
নিরীহ জননী, বোন, ভাবী কিংবা বান্ধবী
নিরাপদে থাকুক হিংস্র জানোয়ার থেকে।

আচ্ছা বলতে পারো?
এই সব ধর্ষিতাকে
তার বাবাকে, তার মাকে
কি বলে সান্ত্বনা দিবো?

তাই বলি কি!
এ শহরে বরং দু'চারটা বেশ্যালয় বাড়ুক
তবু পত্রিকাগুলো যেন সাহস না পায়
টিভি খুললেই যেন শুনতে না হয়,
এক বছরের শিশু কিংবা
চার সন্তানের জননী ধর্ষণের শিকার।

তবুও যদি বিবেক জাগ্রত না হয়
সুপুরুষের পুরুষত্ব যদি দেখাতেই হয়
তবে আমাকে বেশ্যার দালাল বানিয়ে দিও।
আমি খদ্দেরের খোঁজে পেষ্টার ছাপাবো
লিফলেট নিয়ে বের হবো রাস্তায় রাস্তায়।

তবুও নষ্ট যেন না হয়
কোন জীবন, কারো যৌবন।

লেখক সংক্ষেপ :

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন